খ,ম,জায়েদ হোসেস, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গুনিয়াউক ইউনিয়নের বাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুল হক লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিল্পবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কাদির,সহ সভাপতি নজরুল ইসলাম,সহ সভাপতি আইয়ুব খাঁন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আরাফাত উল্লা,বশির চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজুদুর রহমান চৌধুরী,সাবেক সিনিয়র সহ সভাপতি ওমরাও খানঁ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চেয়ারম্যান,আজদু মেম্বার, প্রচার সম্পাদক আলী আজগর,সহ দপ্তর সম্পাদক আব্বাস মিয়া, প্রবাসী বিষয়ক সম্পাদক হাসান,সদস্য রহমত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সহ-সভাপতি আব্দুল কাদের সেন্টু, সাবেক সদস্য সচিব নাসির রহমান, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী, বকুল ইসলাম, এম. এ. বাক্কী, মিনহাজ,ইকবাল হাসান, ওয়াসিম মাহমুদ,স্বেচ্ছাসেবক নেতা সাজ্জাদ মোরশেদ সোহান,জেলা নবীন দলের সাধারণ সম্পাদক শাহজাহান চকদার, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়া, উপজেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ নিউটন, সদস্য সচিব সাদিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামসেদ মিয়া, সদস্য সচিব পনি চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মুসল্লি উদ্দিন সোহাগ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম ভুঁইয়া, তাকিউল ইসলাম, কে এম মারজান,সৈয়দ মিল্টন, উপজেলা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খায়রুল বাসার রনি, যুগ্ম আহ্বায়ক শাকিল সিদ্দিকী, জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য ইকরাম খাঁ, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাবেক আহবায়ক শাকিল মিয়া,গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মামুন আলী,যুগ্ম সাধারণ সম্পাদক রহিম মিয়া,মহিলা নেত্রী তাজমহল, গোলবাহার,লুৎফুর নাহার পাপড়ি।
এছাড়া উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তিতন ফকির,চাপরতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আবদাল, গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লিটন, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম।
নাসিরনগর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মুখলেস মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন সরিফ,সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম মনা, কুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি অনু মিয়া, গোকর্ণ ইউনিয়ন যুবদলের সভাপতি তুষার মোল্লা,সদর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামুন মিয়া, বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোয়াব খানঁ,বুড়িশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন মিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব চৌধুরী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,মোসারফ আলামিন, ইব্রাহিম, সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
-সাইমুন










