শারীরিক হেনস্থার শিকার মৌনী রায়

হরিয়ানার কর্নলে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রকাশ্যে শারীরিক হেনস্থার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা নিজেই সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন তিনি। ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।

মৌনী জানান, কর্নলের অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন দর্শকের আচরণ ছিল অত্যন্ত আপত্তিকর। বিশেষ করে দু’জন প্রৌঢ় ব্যক্তির কথা উল্লেখ করে তিনি লেখেন, তাঁরা এমন বয়সের, যাঁদের দাদু হওয়াই স্বাভাবিক। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই ওই দুই ব্যক্তি তাঁর কোমরে হাত রেখে ছবি তোলার চেষ্টা করেন বলে অভিযোগ করেন মৌনী। বিষয়টি তাঁকে অস্বস্তিতে ফেললে তিনি স্পষ্টভাবে তাঁদের হাত সরাতে বলেন।

কিন্তু এখানেই শেষ হয়নি হেনস্থা। মঞ্চে অনুষ্ঠান চলাকালীনও পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে দাবি অভিনেত্রীর। দর্শকের একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে ওই দুই প্রৌঢ় অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন। মৌনী ভদ্রভাবে তাঁদের আচরণ বন্ধ করতে অনুরোধ করলে উল্টে তাঁর দিকে গোলাপ ফুল ছোড়া শুরু করা হয়। এতে তিনি এতটাই বিচলিত হয়ে পড়েন যে মঞ্চ ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবেন। যদিও পেশাদারিত্বের খাতিরে শেষ পর্যন্ত অনুষ্ঠান সম্পন্ন করেন।

সবচেয়ে হতাশাজনক বিষয় হিসেবে মৌনী জানান, পুরো ঘটনায় কাউকেই হস্তক্ষেপ করতে দেখা যায়নি। আয়োজকরাও ওই ব্যক্তিদের সরানোর কোনো উদ্যোগ নেননি। বিষয়টি তাঁকে গভীরভাবে আঘাত করেছে বলে লেখেন অভিনেত্রী।

পোস্টে মৌনী লেখেন, তাঁর মতো পরিচিত একজন শিল্পীকেও যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে নতুন বা কম পরিচিত মেয়েদের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে, তা সহজেই অনুমেয়। তিনি বলেন, “আমি অপমানিত এবং আতঙ্কিত। আমরা শিল্পী, সম্মানের সঙ্গে কাজ করে জীবিকা নির্বাহ করি।” পাশাপাশি প্রশ্ন তোলেন, ওই ব্যক্তিদের পরিবারের মেয়েদের সঙ্গে কেউ এমন আচরণ করলে তাঁরা কী করতেন?

এই ঘটনায় কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে মৌনী বলেন, এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এটি অত্যন্ত লজ্জাজনক।

বিথী রানী মণ্ডল/