নারী ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ প্রাইজমানি বরাদ্দ করেছে ফিফা

নারী ফুটবলের নির্দিষ্ট কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ প্রাইজমানি বরাদ্দ দিয়েছে ফিফা। আগামী সপ্তাহে আর্সেনালের স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম ওমেন্স চ্যাম্পিয়ন্স কাপ এর জন্য মোট ৪৭ কোটি ৩৪ লাখ টাকা (৩.৯ মিলিয়ন ডলার) বরাদ্দ করা হয়েছে। এই টুর্নামেন্টটি ২০২৮ সালে লন্ডনে হতে যাওয়া নারী ক্লাব বিশ্বকাপের প্রস্তুতিমূলক মঞ্চ হিসেবেও বিবেচিত হচ্ছে।

ফিফা জানিয়েছে, চ্যাম্পিয়ন ক্লাব ২৩ লাখ মার্কিন ডলার (২৭ কোটি ৯২ লাখ টাকা) জিতবে। সেমিফাইনালে পরাজিত দুই দল প্রত্যেকে ২ লাখ ডলার (প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকা) পাবে। রানার্সআপ দল ১০ লাখ ডলার (১২ কোটি ১৪ লাখ টাকা) লাভ করবে। আগের রাউন্ডে বিদায় নেওয়া দুই মহাদেশীয় ক্লাবও প্রত্যেকে ১ লাখ ডলার (প্রায় ১ কোটি ২১ লাখ টাকা) করে পাবে। সবমিলিয়ে ৩৯ লাখ ডলার ছয়টি মহাদেশীয় চ্যাম্পিয়নের মধ্যে বিতরণ করা হবে। রয়টার্সের বরাতে ফিফা জানিয়েছে, মেয়েদের নির্দিষ্ট টুর্নামেন্টে এটি সর্বোচ্চ প্রাইজমানি।

চ্যাম্পিয়ন্স কাপে প্রথম সেমিফাইনালে ইউরোপীয় চ্যাম্পিয়ন আর্সেনাল মুখোমুখি হবে মরক্কোর ক্লাব এএসএফএআর-এর সঙ্গে। অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের গোথাম লড়বে ব্রাজিলের করিন্থিয়ান্সের বিপক্ষে। এই সেমিফাইনাল ম্যাচ দুটি একই দিন, বুধবার, অনুষ্ঠিত হবে ব্রেন্টফোর্ডের মাঠে। এরপর ১ ফেব্রুয়ারি আর্সেনালের স্টেডিয়ামে ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফিফার মহাসচিব মাত্তিয়াস গ্রাফস্ট্রম বলেন, “এই প্রাইজমানি নারী ক্লাব ফুটবল এবং এর ধারাবাহিক উত্থানকে এগিয়ে নেওয়ার পাশাপাশি খেলোয়াড়, ক্লাব ও প্রতিযোগিতার প্রতি বিশ্বাসের একটি স্পষ্ট বার্তা।” এর আগে উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল সর্বশেষ মৌসুমে ১৫ লাখ ইউরো (প্রায় ১৮ লাখ ডলার) প্রাইজমানি পেয়েছিল।

-এমইউএম