ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটারদের নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার প্রত্যাশা জানিয়েছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। আমরা মাঠে কাজ করছি যাতে মানুষ ভয়ভীতিমুক্তভাবে ভোট দিতে পারে।”
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহজাদপুর, নূরের চালা বাজার, নবধারা সড়ক ও একতা সড়ক এলাকায় নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের তিনি জানান, বিএনপির ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের উদ্যোগ শুধু ভোট কেনার কৌশল। অতীতে এমন প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, তাই মানুষ এসবের প্রতি বিশ্বাস দেখাচ্ছে না। তিনি বলেন, “এবারের নির্বাচন নতুন বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করবে। গণভোটও একই দিনে অনুষ্ঠিত হবে। তবে দেশে পরিকল্পিতভাবে ভয় সৃষ্টি করা হচ্ছে।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। অন্যদিকে, নিয়ম মেনে ব্যানার টাঙাতে গেলে বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের রূপরেখা থাকা প্রয়োজন। সামাজিক নিরাপত্তা প্রকল্প আগেই চালু রয়েছে, নতুন কার্ডের কোনো ভিত্তি নেই।”
ঢাকা-১১ আসনের বিদ্যমান সমস্যা তুলে ধরে নাহিদ বলেন, এলাকা জুড়ে পানি ও গ্যাস সংকট প্রকট। সকালে গ্যাস চলে গেলে সারাদিন আসে না। পানির সমস্যা সমাধানে ওয়াসায় আবেদন করা হয়েছে। তিনি মাদক নির্মূলের অঙ্গীকারও করেছেন, বলেন, “তরুণ সমাজ মাদকের কবলে পড়ছে। প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা জড়িত, আমরা কঠোর অবস্থান নেব।”
চাঁদাবাজি ও ভূমি দখলের বিষয়েও নাহিদ বলেন, “৫ আগস্টের পর এসব সমস্যা বেড়েছে। আগে যেমন দখল হয়েছিল, এখন প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীরাও একই কাজ করছে। এর বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা নিজেদের অ্যাজেন্ডা তুলে ধরছি দুর্নীতি, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সংস্কারের পক্ষে। শাপলা কলি মার্কায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আশা করি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির বিজয় হবে।”
নির্বাচনী প্রচারণায় নাহিদ ইসলামের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামি ও দশ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হেঁটে হেঁটে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং তাদের সমস্যা ও দাবি-দাওয়ার কথা শুনেছেন।
-এমইউএম










