জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হলো সরস্বতী পূজা

বিদ্যা, জ্ঞান ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই পূজায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সকালে প্রতিমা প্রতিষ্ঠার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বাণী অর্চনা, হাতে খড়ি, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী পূজার কার্যক্রম সম্পন্ন হয়। পূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস)সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকদের তথ্যমতে, পূজাকে কেন্দ্র করে প্রায় দুই হাজার ভক্তের সমাগম ঘটে।

কেন্দ্রীয় পূজা উদযাপন পর্ষদ-১৪৩২ এর সভাপতি গৌতম কুমার চৌধুরী বলেন, আমার অনুভূতি সব মিলিয়ে সুন্দর। সুশৃঙ্খল ও নিরাপত্তার সঙ্গে আমরা পূজা উদযাপন সম্পন্ন করতে পেরেছি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করেছে।

পূজা উদযাপন নিয়ে শিক্ষার্থীদের মাঝেও ছিল আনন্দ ও আবেগের প্রকাশ। গণিত বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী চৈতী রানি দাস বলেন, বিদ্যা, জ্ঞান ও প্রজ্ঞার দেবী মা সরস্বতীর আরাধনা করতে পেরে আজ খুবই আনন্দিত। এই পবিত্র দিনে মনটা আশায় ভরপুর। সরস্বতী পূজার এই শুভ মুহূর্তে মনে হচ্ছে, জ্ঞান অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার শক্তি পেয়েছি। মা সরস্বতীর কৃপায় সব অজ্ঞতা দূর হোক – এটাই কামনা।

আয়োজকদের মতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নিগ্ধ-শ্যামল পরিবেশে সরস্বতী পূজা শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা ও মানসিক বিকাশের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি ঐতিহ্যবাহী উৎসব।

জান্নাতুল নূর
প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়