ইসিতে নালিশের পাশাপাশি লিখিত জবাব দিলেন রুমিন ফারহানা

প্রশাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত জবাব ও নালিশ দিয়েছেন বিএনপির সাবেক নেতা ও ব্রাহ্মবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

বুধবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, প্রশাসন ও পুলিশের ভূমিকা প্রত্যাশিত নিরপেক্ষতা বজায় রাখছে না বলেই তার কাছে মনে হয়েছে।
রুমিন ফারহানা বলেন, অনুসন্ধান কমিটির কাছে তিনি আগেই লিখিত জবাব দিয়েছেন। একই সঙ্গে বৃহস্পতিবার নির্বাচন কমিশনেও একটি ব্যাখ্যাপত্র জমা দিয়েছেন। প্রচারণার মাঠে থাকার কথা থাকলেও বাধ্য হয়েই ঢাকায় আসতে হয়েছে বলে জানান তিনি।

তার অভিযোগ, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে তার কর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে। তাদের মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অথচ এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বড় দলগুলোর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এসব সমস্যার মুখে পড়তে হচ্ছে।
রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টি করার অভিযোগ তোলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার। এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হলে নির্ধারিত দিনে তিনি তার জবাব দেন।
নির্বাচনী অনিয়মের বিষয়ে সতর্ক করে রুমিন ফারহানা বলেন, প্রশাসন যদি পুরোপুরি নিরপেক্ষ না থাকে এবং অতীতের মতো কারচুপির নির্বাচন হয়, তাহলে তার পরিণতি ভালো হবে না। এটি কারো জন্যই কল্যাণকর হবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সঙ্গেও তার বৈঠক রয়েছে। সেখানে তিনি নির্বাচনী পরিবেশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে অভিযোগগুলো তুলে ধরবেন। একই সঙ্গে নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দল যেন কারচুপির খেলায় না নামে, সে আহ্বান জানান তিনি।

রুমিন ফারহানা বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানুষ গত ১৫ বছর ধরে লড়াই করেছে। তাই আরেকটি কারচুপির বা নিয়ন্ত্রিত নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

_এজাজ আহম্মেদ/মামুন