নির্বাচন শেষে ২৫ জানুয়ারি এনআইডি সংশোধন কার্যক্রম শুরু

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি থেকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা এই সেবা নির্ধারিত তারিখ থেকে আবার স্বাভাবিকভাবে চালু হবে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করার স্বার্থে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে কিছু ব্যতিক্রম ছাড়া সংশোধনের আবেদন গ্রহণ করা হয়নি।

তিনি আরও জানান, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর আগামী ২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম আবার পুরোদমে শুরু করা হবে। এতে সাধারণ নাগরিকরা নাম, জন্মতারিখসহ প্রয়োজনীয় সংশোধনের আবেদন করতে পারবেন।
ইসি সূত্র জানিয়েছে, সেবা চালুর পর আগের নিয়ম অনুযায়ী অনলাইন ও নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে সংশোধন আবেদন গ্রহণ করা হবে।

_এজাজ আহম্মেদ/মামুন