আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে নামিবিয়াকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এই জয়ের ফলে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি নিশ্চিত করেছে সুপার সিক্স পর্বে জায়গা। সুপার সিক্সে শীর্ষ চারে থাকতে পারলে আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত মূল বিশ্বকাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৪৪ রান তোলে। জবাবে নামিবিয়া ব্যাটিংয়ে নেমে ১৭.৫ ওভারে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায়। তিন স্পিনারের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
পাঁচ দলের গ্রুপে আগের দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউগিনিকে হারিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে নামিবিয়া টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায়। ইনিংসের শুরুতেই জুয়াইরিয়া ফেরদৌস আউট হলেও দ্বিতীয় উইকেটে দিলারা আক্তার ও শারমিন আক্তার দলের রানের গতি বাড়ান। প্রথম চার ওভারেই আসে ৩৪ রান।
মাঝের দিকে দ্রুত দুটি উইকেট পড়লেও চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা ৪৬ রানের জুটি গড়ে ইনিংসকে ভিত দেন। মোস্তারি করেন ২৩ বলে ২৭ রান, আর নিগার ২৯ বলে ২১ রান যোগ করেন। শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝোড়ো ১৮ বলে ২৩ রানের ইনিংসে বাংলাদেশ ১৪০ পেরিয়ে যায়।
নামিবিয়ার ব্যাটিং শুরু থেকেই চাপে পড়ে। প্রথম তিন ওভারে তারা তোলে মাত্র ২০ রান। চতুর্থ ওভারের প্রথম বলেই রাবেয়া খান উইকেট তুলে নিয়ে বড় ধাক্কা দেন।
৩১ রানে দুই উইকেট হারানোর পর নামিবিয়া পরের ৩৩ রানের মধ্যেই হারায় বাকি ৮ উইকেট। রাবেয়া খান ৪ ওভারে ৫ রান দিয়ে নেন ৩ উইকেট। ফাহিমা খাতুন ৩.৫ ওভারে ১২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। তবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সানজিদা আক্তার, যিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক হয়ে ওঠেন।
গ্রুপ পর্বে তিন ম্যাচে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। আয়ারল্যান্ড দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং যুক্তরাষ্ট্র তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি হবে ২৪ জানুয়ারি, আয়ারল্যান্ডের বিপক্ষে।
-মীর মোমিন









