সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভা এখন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ দুপুর ১২টা ২৮ মিনিটে যখন দলের চেয়ারম্যান তারেক রহমান সভামঞ্চে ওঠেন, তখন পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতা-কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’ এবং ‘ভোট দিব কিসে, ধানের শীষে’ স্লোগানে প্রিয় নেতাকে বরণ করে নেন। এ সময় মাঠের হাজার হাজার মানুষের কণ্ঠে ‘লাগারে লাগা, ধান লাগা’ স্লোগানটি বারবার প্রতিধ্বনিত হতে থাকে।
সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারেক রহমানের বক্তব্যের আগে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুর রহমানসহ আরও অনেক শীর্ষ নেতা। সঞ্চালনার দায়িত্বে আছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সিলেটের এই বিশাল জনসভা শেষ করে তারেক রহমান আজই সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। পথে তিনি আরও ছয়টি জেলার নির্ধারিত স্থানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। তার আজকের পূর্ণাঙ্গ সফরসূচি নিচে দেওয়া হলো:
সিলেট: সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ (প্রধান নির্বাচনী জনসভা)।
মৌলভীবাজার: সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ।
হবিগঞ্জ: শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদের মাঠ।
ব্রাহ্মণবাড়িয়া: সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠ।
কিশোরগঞ্জ: ভৈরব স্টেডিয়াম।
নরসিংদী: নরসিংদী পৌর পার্ক সংলগ্ন এলাকা।
নারায়ণগঞ্জ: আড়াইহাজার অথবা রূপগঞ্জ গাউছিয়া এলাকা।
তারেক রহমান এই ঝটিকা সফরের মাধ্যমে প্রতিটি জেলার বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে পরিচয় করিয়ে দেবেন। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম বড় ধরনের রাজনৈতিক সফর। স্থানীয় বিএনপি নেতাদের মতে, এই সফরের মাধ্যমে নির্বাচনের আগে নেতা-কর্মীদের মধ্যে নতুন করে প্রাণসঞ্চার হবে।