বিয়ে করলেন মেয়ের থেকে দুই বছর বড় সহকারীকে হিরণ

ফের আলোচনার কেন্দ্রে কলকাতার জনপ্রিয় নায়ক হিরণ। দীর্ঘদিন পর দ্বিতীয় বিয়ে করে সবাইকে চমকে দিয়েছেন এই অভিনেতা। ব্যক্তিগত সহকারী হৃতিকাকে বিয়ে করার খবর সামনে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বয়সের পার্থক্য থেকে শুরু করে পারিবারিক জটিলতা—সব মিলিয়ে বিষয়টি এখন টলিউডে চর্চার শীর্ষে।

খবরে প্রকাশ, হিরণের দ্বিতীয় স্ত্রী হৃতিকার বয়স তার মেয়ের বয়সের তুলনায় মাত্র দুই বছর বেশি। এই তথ্য সামনে আসার পর নেটদুনিয়ায় শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে সবচেয়ে বড় চমক আসে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার বক্তব্যে। তিনি জানান, হিরণের দ্বিতীয় বিয়ের বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখেই বিষয়টি জানতে পারেন। এমনকি এ বিষয়ে আগে কোনো ধরনের আইনি নোটিশও তাকে পাঠানো হয়নি বলেও দাবি করেন অনিন্দিতা।

উল্লেখ্য, ২০০২ সালে প্রেম করে অনিন্দিতাকে বিয়ে করেছিলেন হিরণ। দীর্ঘ সংসারজীবনের পর প্রায় ২৫ বছর পর আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এলেন তিনি। হঠাৎ করে দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসায় অনেকেই বিষয়টিকে অবাক করার মতো বলে মনে করছেন।

এই পরিস্থিতিতে গতকাল প্রথমবারের মতো মুখ খুলেছেন হিরণের দ্বিতীয় স্ত্রী হৃতিকা। তিনি দাবি করেন, হিরণ ও তিনি গত পাঁচ বছর ধরে একসঙ্গে রয়েছেন এবং বিয়েও অনেক আগেই সম্পন্ন হয়েছে। হৃতিকার বক্তব্য অনুযায়ী, এই সম্পর্ক ও বিয়ের বিষয়টি হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা আগে থেকেই জানতেন। শুধু তাই নয়, অনিন্দিতার কাছে ডিভোর্সের লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে বলে জানান তিনি।

হৃতিকা আরও অভিযোগ করেন, অনিন্দিতা ইচ্ছাকৃতভাবে হিরণ ও তার বয়স নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন। তার মতে, বাস্তব তথ্য আড়াল করে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে।

বিথী রানী মণ্ডল/