খেলাপি ঋণ পরিশোধ ও পুনঃতফসিল সংক্রান্ত প্রত্যয়ন এবং সংশ্লিষ্ট ব্যাংকের অনাপত্তিপত্র থাকা সত্ত্বেও হলফনামায় খেলাপি ঋণের তথ্য গোপনের অভিযোগে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ করেছেন হাইকোর্ট।
দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ তার আবেদন খারিজ করেন। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে অংশ নেওয়ার সুযোগ হারালেন তিনি। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের দ্বার খোলা রয়েছে বলে আদালতসূত্রে জানা গেছে।
শুনানিকালে আদালতে জানানো হয়, খেলাপি ঋণ সংক্রান্ত বিষয়ে মঞ্জুরুল আহসান মুন্সী ব্যাংকের প্রত্যয়ন ও অনাপত্তিপত্র সংগ্রহ করলেও হলফনামায় ঋণের পূর্ববর্তী অবস্থান যথাযথভাবে উল্লেখ করা হয়নি। পাশাপাশি চেম্বার জজের দেওয়া স্থগিতাদেশ আদেশ বহাল থাকা এবং বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চে নিষ্পত্তিকৃত একটি পূর্ববর্তী রিটের রেফারেন্স এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ রিট মামলায় ৪ নম্বর বিবাদী হিসেবে ছিলেন হাসনাত আব্দুল্লাহ। শুনানি শেষে আদালতের আদেশ ঘোষণার পর তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আনন্দে কান্নায় ভেঙে পড়েন বলে উপস্থিত সূত্রে জানা গেছে।
আইন সংশ্লিষ্টরা বলছেন, এ আদেশের ফলে খেলাপি ঋণের তথ্য গোপন করে নির্বাচনে অংশ নেওয়ার প্রবণতার বিরুদ্ধে একটি স্পষ্ট দৃষ্টান্ত তৈরি হলো। ভবিষ্যতে অনুরূপ অবস্থায় থাকা অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রেও এই রায় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।