ইফফাত জাহান মম। দেশের শোবিজ অঙ্গনে একজন জনপ্রিয় নিার্মাতা। বিজ্ঞাপন, ওয়েব ফিল্ম ও মিউজিক ভিডিও নির্মাণ করে দর্শকদের আকৃষ্ট করতে পেরেছেন তিনি। ভিন্ন ভিন্ন গল্প দর্শকদের উপহার দেন গুণী এই নির্মাতা। তার নির্মিত ওয়েব ফিল্ম মুনতাসির দর্শক মহলে আলোচিত। প্রথমবারের মতো তিনি নির্মাণ করেছেন সিনেমা কাটপিস। ছবি প্রসঙ্গে আলোকিত স্বদেশের সঙ্গে কথা বলেছেন তিনি।
প্রথম সিনেমা প্রসঙ্গে দর্শকদের উদ্দেশে বলুন?
ঝুট মার্কেটে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল আমার। সেখানকার ব্যাপার-স্যাপার দেখে ইন্টারেস্টিং মনে হলো। ফিরে খোঁজখবর নিলাম। মনে হলো, পুরো এলাকা আর ব্যবসাটার মধ্যে অনেক কৌতূহলী বিষয় আছে। পুরোটাই রাজনীতি আর ক্ষমতার খেলা। তাই এ নিয়ে সিনেমা বানানোর সিদ্ধান্ত নিই। অ্যাকশন ঘরানার সিনেমা হলেও এতে একটি প্রেমের গল্প আছে। নামটি শুনতে গুরুগম্ভীর মনে হলেও নির্মাতা জানালেন, আদতে মূলধারার অ্যাকশন সিনেমাই বানিয়েছেন তিনি, যেখানে পটভূমি ঝুটপট্টি। দেশে এ বিষয় নিয়ে সেভাবে কাজ হয়নি, সেটাও এ সিনেমা করার কারণ, যোগ করলেন তিনি। ইফ্ফাত বললেন, সিনেমাটিতে ঝুটপট্টির অনেক বাস্তবতা আছে কিন্তু এটা কারও জীবন বা সত্য ঘটনা অবলম্বনে তৈরি নয়। ছবিতে কোনো ডামি ব্যবহার করা হয়নি, অ্যাকশন দৃশ্যগুলোতে মূল অভিনয়শিল্পীরাই পারফর্ম করেছেন।
ছবিটি কখন দর্শকরা দেখতে পাবেন?
আমাদের দেশে সিনেমা হলে সবচেয়ে বেশি দর্শক আসে ঈদের সময়টাতে। তাই এই সময়টাকে কাজে লাগাতে চাই। আশা করছি, দর্শক আমাদের কাটপিস দেখে নিরাশ হবেন না।’
ছবিটির নাম কাটপিস কেন রাখলেন?
ঝুট মানে মিথ্যা কিন্তু গার্মেন্ট কারবারে কথাটার অর্থ পরিত্যক্ত বা উচ্ছিষ্ট। রাজধানীর মিরপুরে এই ব্যবসা এতটাই রমরমা যে একটা এলাকার নামই হয়ে গেছে ঝুটপট্টি! প্রায় অচেনা এই পল্লির গল্প নিয়েই নিজের প্রথম সিনেমা বানিয়েছেন ইফ্ফাত জাহান। ঝুটকে অনেক সময় কাটপিসও বলা হয়, এটা থেকে সিনেমার নাম ‘কাটপিস’।
কারা অভিনয় করেছেন?
ছবির প্রধান চরিত্রে আছেন সিফাত আমিন, নানজীবা তোরসা। খল চরিত্রে ইমরান আহমেদ সওদাগর। আরও আছেন এলিনা শাম্মী, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, শাহজাদা সম্রাট ও সামি দোহা।
ছবিটি নির্মাণে কি চ্যালেঞ্জ ছিল?
ছবির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শুটিং। গত মাসে টানা ১১ দিনে শুটিং শেষ করেছে সিনেমার টিম। এত দ্রুত কাজ শেষ করার জন্য অভিনয়শিল্পী আর কলাকুশলীদের ধন্যবাদ দিতে চাই। আমরা যতটা সম্ভব রিয়েল লোকেশনে শুট করেছি। কোনো ডামি ব্যবহার হয়নি। মিরপুরে ঝুটের গোডাউনে শুট করেছি যেন দেখার সময় বাস্তবসম্মত মনে হয়।
-মাহমুদ সালেহীন










