বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সাময়িকভাবে ঢাকা/সিলেট–ম্যানচেস্টার রুটের ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত বহর ও অপারেশনাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে।
বিমানের পক্ষ থেকে বলা হয়, ম্যানচেস্টার রুটটি অর্থনৈতিকভাবে লাভজনক নয়। দীর্ঘপথের এই রুটে উড়োজাহাজ একাধিক দিন ব্যস্ত থাকায় বহর ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়। পাশাপাশি হজ মৌসুমে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা এবং মধ্যপ্রাচ্যের রুটে যাত্রী চাহিদা বেশি হওয়ায় সীমিত সংখ্যক ওয়াইড-বডি উড়োজাহাজগুলো সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা প্রয়োজন। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ক্রু সংকটও দীর্ঘপথের ফ্লাইট পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে ম্যানচেস্টার ফ্লাইটের সাময়িক স্থগিতের তারিখ পূর্বঘোষিত ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরিবর্তন করে ১ মার্চ ২০২৬ করা হয়েছে। এছাড়া যাত্রীরা লন্ডন রুটে ফ্লাইট পরিবর্তন করতে পারবেন বা টিকিট রিফান্ড পাবেন, এবং কোনো অতিরিক্ত চার্জ লাগবে না।
বিমানের পক্ষ থেকে আরও জানানো হয়, যাত্রীসেবা এবং অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখার জন্য লন্ডন রুটের ফ্রিকোয়েন্সি বাড়ানো হয়েছে। বর্তমানে সিলেট হয়ে লন্ডন সপ্তাহে ৪টি ফ্লাইট, ঢাকা থেকে লন্ডন ১টি ফ্লাইট পরিচালিত হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যানচেস্টার রুটের সম্মানিত যাত্রীদের যে কোনো অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে নতুন উড়োজাহাজ ক্রয় ও ক্রু নিয়োগ সম্পন্ন হলে পুনরায় এই রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা করবে।