মুজিবের হ্যাটট্রিকে সিরিজ জয় নিশ্চিত করল আফগানিস্তান

প্রথম ম্যাচে ৩৮ রানের জয়, দ্বিতীয় ম্যাচে ৩৯ রানের ব্যবধান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করল আফগানিস্তান। মুজিব উর রহমানের হ্যাটট্রিকের ম্যাচে হ্যাটট্রিক আনন্দে ভাসল রশিদ খানের দল। টি-টোয়েন্টিতে এটি আফগানিস্তানের টানা তৃতীয় সিরিজ জয়। অন্যদিকে, বিশ্বকাপের আগে প্রস্তুতির পথে বড় ধাক্কা খেল ক্যারিবীয়রা।

দুবাইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৪ উইকেটে তোলে ১৮৯ রান। টানা তৃতীয় টি-টোয়েন্টি ফিফটি করা দারউইশ রাসুলি খেলেন ৩৯ বলে ৬৮ রানের দারুণ ইনিংস। তার সঙ্গে সেদিকুল্লাহ আতাল করেন ৪২ বলে ৫৩ রান। শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই ১৩ বলে অপরাজিত ২৬ রান যোগ করেন।

রান তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৫ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে যায়। ব্র্যান্ডন কিং ৪১ বলে ৫০ রান করলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়ায় ম্যাচে ফিরতে পারেনি ক্যারিবীয়রা। শিমরন হেটমায়ার ১৭ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

ম্যাচসেরা হন মুজিব উর রহমান। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে নেন ৪ উইকেট। ইনিংসের অষ্টম ওভারের শেষ দুই বলে টানা দুটি উইকেট নেওয়ার পর ১৬তম ওভারে এসে প্রথম বলেই আরেকটি উইকেট তুলে নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। পরের বলেই নেন আরও একটি উইকেট।

এই ম্যাচে নিজের তৃতীয় ও চতুর্থ ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেন মুজিব। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে পরপর তিন বলে তিন উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

মুজিবের সঙ্গে বোলিংয়ে ফজলহক ফারুকি ও আজমতউল্লাহ ওমরজাই নেন দুটি করে উইকেট। রশিদ খান ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন একটি উইকেট।

এর আগে ব্যাটিংয়ে শুরুতে ৩৭ রানে দুই উইকেট হারালেও সেদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলির ১১৫ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় আফগানিস্তান। টি-টোয়েন্টিতে এটি সেদিকুল্লাহর পঞ্চম ও রাসুলির চতুর্থ ফিফটি।

একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত সাড়ে আটটায়।

-এমইউএম