সিমিওনেকে দলে ভিড়িয়ে অ্যাটাকিং পজিশনে শক্তি বাড়াল ম্যানসিটি

অ্যাটাকিং বিভাগ আরও শক্তিশালী করল ম্যানচেস্টার সিটি। এফসি বোর্নমাউথ থেকে ঘানা জাতীয় দলের লেফট উইঙ্গার অ্যান্টোনি সিমিওনেকে দলে ভিড়িয়েছে সিটিজেনরা। এই ফরোয়ার্ডকে পেতে সিটিকে দিতে হচ্ছে ৬২.৫ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ, যা ২৪ মাসে কিস্তিতে পরিশোধ করার সুযোগ রয়েছে।

সিটি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বোর্নমাউথের ২৬ বছর বয়সি ফরোয়ার্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে তারা। ফলে ২০৩১ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটির জার্সিতে দেখা যাবে সিমিওনেকে।

ম্যানসিটিতে ৪২ নম্বর জার্সি পরবেন অ্যান্টোনি সিমিওনে। এর আগে এই জার্সি গায়ে জড়িয়েছিলেন ক্লাব লিজেন্ড ইয়াইয়া ট্যুরে, যিনি সিটির হয়ে আট বছরের ক্যারিয়ারে একাধিক প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন।

চুক্তির পর সিমিওনে বলেন, “ম্যানচেস্টার সিটির সদস্য হতে পেরে আমি খুবই গর্বিত। সিটির মতো একটি জায়ান্ট ক্লাবে যোগ দিতে পারা আমার জন্য বিশেষ অনুভূতির।”

ঘানা জাতীয় দলের এই ফরোয়ার্ড আরও যোগ করেন, “ম্যানসিটি সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করে। এখানে বিশ্বের সেরা খেলোয়াড়রা আছেন, সুযোগ-সুবিধা বিশ্বমানের এবং একজন বিশ্বমানের কোচের অধীনে খেলার সুযোগ পাওয়া যায়।”

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ১০ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন সিমিওনে। লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। তালিকার শীর্ষে রয়েছেন ম্যানসিটিরই আর্লিং হলান্ড (২০ গোল), দ্বিতীয় স্থানে ইগর থিয়াগো (১৬ গোল)।

সিমিওনে জানিয়েছেন, প্রিমিয়ার লিগে ফিরে তার মূল লক্ষ্য নিজেকে আরও উন্নত করা। সাবেক বোর্নমাউথ তারকা বলেন, “আমার সেরা সময় সামনে আসছে— এ বিষয়ে আমি নিশ্চিত। এখানে উন্নতির জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ রয়েছে। আমার জন্য এটি একেবারে পারফেক্ট জায়গা।”

বোর্নমাউথে যোগ দেওয়ার আগে সিমিওনে ছিলেন ব্রিস্টল সিটিতে। সেখান থেকে প্রায় ১০ মিলিয়ন ইউরোতে তাকে দলে নেয় বোর্নমাউথ। ক্যারিয়ারের এক পর্যায়ে তিনি সান্ডারল্যান্ডে লোনেও খেলেছেন, যেখানে সাত ম্যাচে মাঠে নামার সুযোগ পান।

-এমইউএম