খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক, স্থগিত ঘরোয়া ম্যাচ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাধিক ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচ স্থগিত করার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সংস্থাগুলো।

এক শোকবার্তায় বিসিবি জানায়, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। তার সময়ে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ক্রিকেট আজ যে পর্যায়ে এসেছে, তাতে তার অবদান অনস্বীকার্য। এই দুঃসময়ে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

অন্যদিকে বাফুফে এক শোকবার্তায় জানায়, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশের রাজনীতিতে এক অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তার অবদান দেশের ইতিহাসে অমর হয়ে থাকবে। তার মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।”

এ শোকবার্তায় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিদের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়।

এ ছাড়াও বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, অ্যাথলেটিক্স, দাবা, তায়কোয়ান্দো ফেডারেশন, ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ফেডারেশন ও ক্রীড়া সংগঠন শোক জানিয়েছে। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

এদিকে জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোকের আবহ দেখা গেছে। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্ত্তজা, লিটন দাসসহ অনেক ক্রিকেটার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছেন।

এমইউএম/