একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের মুখে হাসি: ৪ শতাংশ মুনাফা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

সঙ্কটগ্রস্ত ও একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। আগের কঠোর অবস্থান পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ব্যাংকগুলোর ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জমানো টাকার ওপর বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক রেজ্যুলেশন ডিপার্টমেন্ট’ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসকদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
এর আগে ২০২৪-২৫ সালে লোকসান করায় শরিয়াহ কাউন্সিলের মতামতের ভিত্তিতে আমানতকারীদের কোনো মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে আমানতকারীদের দীর্ঘদিনের উদ্বেগ এবং নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, এই সুবিধা শুধুমাত্র সাধারণ আমানতকারীদের জন্য প্রযোজ্য।
সময়সীমা: ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়কালের জন্য এই মুনাফা দেওয়া হবে।
যোগ্যতা: ব্যক্তিগত মেয়াদি আমানত ও বিভিন্ন স্কিমভিত্তিক আমানতকারীরা এই ৪ শতাংশ মুনাফা পাবেন।
ব্যতিক্রম: কোনো প্রাতিষ্ঠানিক আমানতকারী এই মুনাফার সুবিধা পাবেন না।
সঙ্কটে পড়া যে পাঁচটি ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে সেগুলো হলো: ১. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ২. গ্লোবাল ইসলামী ব্যাংক ৩. ইউনিয়ন ব্যাংক ৪. এক্সিম ব্যাংক ৫. সোশ্যাল ইসলামী ব্যাংক
একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই পাঁচটি ব্যাংক বিলুপ্ত হয়ে যাবে এবং এদের সমস্ত সম্পদ, দায় ও জনবল নতুন ব্যাংকের অধীনে চলে আসবে। কেন্দ্রীয় ব্যাংক আগামী তিন দিনের মধ্যে মুনাফা সংক্রান্ত সংশোধিত তথ্য জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।
লামিয়া আক্তার