সরকারের ব্যাংক ঋণ প্রথমবার ছাড়াল ৬ লাখ কোটি টাকা

ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের প্রথম চার মাসে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার তুলনায় ৫০৩ কোটি টাকা বেশি পরিশোধ করেছিল। তবে সাম্প্রতিক দুই মাসে পরিস্থিতি বদলেছে এবং ব্যাংকঋণ দ্রুতগতিতে বাড়ছে। অর্থবছরের শুরু থেকে গত ৪ জানুয়ারি পর্যন্ত সরকার ব্যাংক ব্যবস্থা থেকে প্রায় ৬০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এর ফলে প্রথমবারের মতো ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণস্থিতি ছয় লাখ কোটি টাকার সীমা অতিক্রম করেছে।

বাজেট ঘাটতি পূরণে সরকার প্রতিবছরই বড় অঙ্কের ঋণের লক্ষ্য নির্ধারণ করে। চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ চার হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা। আগের অর্থবছরের মূল বাজেটে ব্যাংকঋণের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কমিয়ে ৯৯ হাজার কোটি টাকা করা হয়। তবে বাস্তবে সরকার ব্যাংক থেকে ঋণ নেয় ৭২ হাজার ৩৭২ কোটি টাকা। একই সময়ে সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার ৪০০ কোটি টাকা নেওয়ার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত ওই উৎস থেকে সরকারের নিট ঋণ কমে ৬ হাজার ৬৩ কোটি টাকায় নেমে আসে। যদিও চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সঞ্চয়পত্রে ঋণ ২ হাজার ৩৬৯ কোটি টাকা বেড়ে মোট ঋণস্থিতি দাঁড়িয়েছে তিন লাখ ৪০ হাজার ৮৬৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৪ জানুয়ারি পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণস্থিতি বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ১০ হাজার ৬৬১ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছেই সরকারের ঋণ এক লাখ ২২ হাজার ৪২৯ কোটি টাকা, যা গত জুন শেষে ছিল ৯৮ হাজার ৪২৪ কোটি টাকা। অর্থাৎ এই খাতে ঋণ বেড়েছে ২৪ হাজার ৬ কোটি টাকা। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারের ঋণস্থিতি বেড়ে হয়েছে চার লাখ ৮৮ হাজার ২৩২ কোটি টাকা, যা জুনের তুলনায় ৩৫ হাজার ৭৫১ কোটি টাকা বেশি।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত দুই মাসে সরকারের ঋণ বৃদ্ধির গতি সবচেয়ে বেশি। চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ কমে পাঁচ লাখ ৫০ হাজার ৫০২ কোটি টাকায় নেমেছিল। পরে ১২ ডিসেম্বর পর্যন্ত তা ৪৫ হাজার ২৩৯ কোটি টাকা বেড়ে পাঁচ লাখ ৯৬ হাজার ১৪৪ কোটি টাকায় পৌঁছে এবং এরপর আরও বাড়তে থাকে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা দিয়েছে। একই সঙ্গে প্রত্যাশার তুলনায় রাজস্ব আয় কম হলেও সরকারের ব্যয় বেড়েছে। বিশেষ করে পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার প্রবণতা আরও জোরদার হয়েছে।

আফরিনা সুলতানা/