মেহেদীর পারফর্ম্যান্সে মুগ্ধতার আবেশ

লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বুঝি একেই বলে। আর্থিক সঙ্কটের কথা জানিয়ে বিপিএল শুরুর আগেরদিন চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গল সার্ভিসেস। পরিস্থিতি সামাল দিতে দলটির পরিচালনার ভার নিজেদের কাঁধে তুলে নেয় বিসিবি। দারুণ পারফর্ম্যান্সে সেই দলই সবার আগে ফাইনালে। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শেখ মেহেদী হাসান।

মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয়ের পথে অফস্পিনে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৯ বলে ২ ছক্কায় অপরাজিত ১৯ রানের ক্যামিও উপহার দিয়ে হয়েছেন ম্যাচসেরা। এখন পর্যন্ত ৯ ইনিংসে ১৪৪.১৬ স্ট্রাইক রেটে ১৭৩ রান করেছেন মেহেদী।

প্রথম কোয়ালিফায়ারে দুরন্ত নৈপুণ্যে ম্যাচসেরা হওয়ার পর এক পোস্টে ইরফান শুক্কুর লিখেছেন,‘শেখ মেহেদী হাসানকে কি গরিবের সাকিব আল হাসান বলা যাবে? আমার হিসাবে দেশের সক্রিয় ক্রিকেটারদের মধ্যে দৃষ্টিভঙ্গি এবং মনোভাবের দিক থেকে মেহেদীকে ছোট্ট করে হলেও সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করা যায়।’ বোলিং পরিবর্তন কিংবা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলছেন। সব মিলিয়ে এবারের বিপিএলে ভালোই প্রশংসা কুড়াচ্ছেন মেহেদী।

তবে তাঁকে গরিবের সাকিব বলা ঠিক হবে না বলে মনে করেন চট্টগ্রামের পরামর্শক টিম ডিরেক্টর এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন,‘না, গরিব কথাটা বলাটা উচিত না। আমার মনে হয় মেহেদীকে কারো সঙ্গে তুলনা করা উচিত না। শেখ মেহেদী শেখ মেহেদীই, সাকিব আল হাসান সাকিব আল হাসানই। মেহেদী মেহেদীর জায়গা থেকে যেটা করছেন আমরা মনে হয় সেটাতেই সন্তুষ্ট।’ মেহেদীর প্রশংসায় সুমন বলেন,‘অসাধারণ! খুব ভালো করছে। বিশেষ করে বোলিং পরিবর্তনগুলো অসাধারণ। কখন, কাকে ব্যবহার করতে হয়, যখন দ্বিতীয় পরিকল্পনায় যেতে হয় সেটাও খুব ভালোভাবে কার্যকর করেছে। সে দলটাকে খুব ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে।

শুরুর নানা বিতর্কের পর ফাইনালে আসা অবিশ্বাস্য কিনা এমন প্রশ্নের জবাবে মেহেদী বলেছেন,‘না অবিশ্বাস্য না। যুদ্ধক্ষেত্রে যখন নামবেন আপনার যে জিনিসগুলো আছে আপনি উজাড় করেই খেলবেন। আমাদের দলগত খেলা। হয়ত বড় নাম নেইÑ দেশি বা বিদেশি। তবে ছেলেরা সবাই যেভাবে পারফর্ম করছে আলহামদুলিল্লাহ, দলগত খেলা না হলে এই ফল হতো না।’ আর্থিক সঙ্কট ও ফ্র্যাঞ্চাইজি ইস্যু ছাপিয়ে মাঠে দারুণ ক্রিকেট খেলছে চট্টগ্রাম। ১০ ম্যাচে ৬ জয়ে টেবিলের দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে উঠে আসার পর সেখানে টেবিল-টপার রাজশাহীকে উড়িয়ে দিয়েছে তারা।

-সাইমুন