শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় শিক্ষার্থীদের পক্ষে না আসলে পুরো ক্যাম্পাস ‘কমপ্লিট শাটডাউন’ করার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই চরম হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দলের প্ররোচনায় দুইজন প্রার্থী নির্বাচনের মাত্র দুদিন আগে রিট করে ৯ হাজার শিক্ষার্থীর ভোটাধিকার হরণ করেছেন। তিনি অবিলম্বে আদালতের কাছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নির্বাচন সচলের রায় দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের পথে হাঁটার ঘোষণা দেন তিনি।
জিএস প্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘ প্রচারণা ও পরিশ্রমের পর এই অগণতান্ত্রিক স্থগিতাদেশ কোনোভাবেই মেনে নেবে না। এটি শিক্ষার্থীদের সাথে স্পষ্ট প্রতারণা। অন্যদিকে, স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন যুক্তি দেখান যে, জাতীয় নির্বাচনের কারণে অন্য নির্বাচন বন্ধের বিধান থাকলেও শাকসুর তফসিল অনেক আগেই ঘোষণা করা হয়েছে। তাই এটিকে বিশেষ বিবেচনায় ভোটের অনুমতি দেওয়া উচিত।
উল্লেখ্য, হাইকোর্ট কর্তৃক শাকসু নির্বাচন স্থগিতের খবরের পর থেকেই উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ইতোমধ্যে ২৮টি বিভাগের শিক্ষার্থীরা একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত শিক্ষার্থীরা অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনরত প্রার্থীরা।
মালিহা










