কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণার জন্য বড় অংকের আর্থিক অনুদান পেয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২ কোটি ৩৫ লাখ টাকার একটি গবেষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি পাবিপ্রবির ইতিহাসে এখন পর্যন্ত প্রাপ্ত সর্বোচ্চ অর্থমূল্যের গবেষণা প্রকল্প।
ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (ICSETEP)’ প্রকল্পের আওতায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌকির আহমেদ এই প্রজেক্টের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করবেন। গবেষণায় সহযোগী হিসেবে রয়েছেন পাবিপ্রবির শিক্ষক এস. এম হাসান সাজ্জাদ ইকবাল এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ওয়াদুদ আহমেদ।
গবেষণার বিষয়বস্তু নিয়ে প্রধান গবেষক ড. তৌকির আহমেদ জানান, বাংলাদেশে প্রথমবারের মতো কৃষি খাতে ‘হাইপারস্পেকট্রাল ইমেজিং’ প্রযুক্তি প্রয়োগ করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কৃষিপণ্যের গুণগত মান নির্ণয়ে এই প্রযুক্তি বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রকল্পের আওতায় ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য আইটি সলিউশন তৈরির লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এবং পাবিপ্রবির উপাচার্যসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই গবেষণা প্রকল্পের প্রায় ৮৮ শতাংশ অর্থায়ন করছে এডিবি এবং বাকি অংশ বহন করছে বাংলাদেশ সরকার।
মালিহা










