ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো ভিন্নধর্মী এক উৎসবে মেতেছিলেন প্রাণীপ্রেমীরা। কারো গায়ে ছোট জ্যাকেট বা ব্লেজার, কারো চোখে রঙিন সানগ্লাস কিংবা গলায় পুঁতির মালা—এমনই সব বিচিত্র ও বর্ণিল সাজে রেড কার্পেটে হেঁটেছে বিড়াল, কুকুর ও কবুতরের মতো পোষা প্রাণীরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে টিএসসি প্রাঙ্গণে আয়োজিত এই ‘প্রথম পেট কার্নিভাল’ নজর কেড়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ দর্শনার্থীদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ‘কেয়ার ডিইউ’ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। শতাধিক পোষা প্রাণী ও তাদের মালিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। আয়োজনে ছিল পোষা প্রাণীদের র্যাম্প শো, ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসাসেবা, খাবার এবং আকর্ষণীয় উপহারের ব্যবস্থা।
কার্নিভালে আসা শিক্ষার্থীরা জানান, নিজ পোষ্যের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি অন্যদের সচেতন করতে এই প্ল্যাটফর্ম দারুণ ভূমিকা রাখছে। কুমিল্লা ও নারায়ণগঞ্জসহ ঢাকার বাইরে থেকেও অনেক শিক্ষার্থী তাদের প্রিয় প্রাণীদের নিয়ে উৎসবে যোগ দেন। বিশেষ করে মাথায় কবুতর নিয়ে কিংবা শান্ত বিড়ালের র্যাম্প শো ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম জানান, এটি কেবল বিনোদনমূলক কোনো অনুষ্ঠান নয়, বরং জীববৈচিত্র্য রক্ষা ও প্রাণীদের প্রতি মানুষের মমত্ববোধ জাগিয়ে তোলার একটি বিশেষ উদ্যোগ। সমাজকে প্রাণীদের প্রতি আরও বেশি যত্নশীল ও আন্তরিক হওয়ার বার্তা দিতেই এই সচেতনতামূলক কার্নিভালের আয়োজন করা হয়েছে। বিকেলে শুরু হওয়া এই প্রাণবন্ত উৎসব চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
মালিহা










