ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের পাঠদান শুরুর তারিখ চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
এদিকে, আজ বিকেলেই বিশ্ববিদ্যালয়ের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এ বছর এই ইউনিটে পাসের হার ৭ দশমিক ২৯ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ৭ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধা তালিকায় বিভিন্ন শাখায় অনন্য সাফল্য দেখিয়েছেন শিক্ষার্থীরা। মানবিক শাখা থেকে প্রথম স্থান অধিকার করেছেন মধুপুর শহীদ স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুলের মোহাম্মদ শাহারিয়ার শিমুল। বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী রিফাত আল রাফি। এছাড়া বাণিজ্য শাখা থেকে শীর্ষস্থান অর্জন করেছেন রাজশাহী কলেজের মোহাম্মদ আবির আহমেদ রেহান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী ভর্তি প্রক্রিয়া, বিষয় পছন্দক্রম (Subject Choice) এবং প্রয়োজনীয় নির্দেশনাবলী দ্রুতই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে।
মালিহা










