চারশো নারী শিক্ষার্থী নিয়ে ঢাবিতে ছাত্রশক্তির এআই প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে কবি সুফিয়া কামাল হলে ‘অ্যাডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে হল অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি ও ক্যারিয়ার অ্যান্ড এমপাওয়ার ফোরাম যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

গুগল ডিপমাইন্ড প্রজেক্টের এআই ইঞ্জিনিয়ার আহাদ বিন ইসলাম শোয়েব কর্মশালাটি পরিচালনা করেন। সেশনে জেনারেটিভ এআই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও আধুনিক এআই টুলস ব্যবহারের মাধ্যমে পড়াশোনা ও ক্যারিয়ারে কীভাবে এগিয়ে থাকা যায়, সে বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। হলের প্রায় ৪ শাতাধিক শিক্ষার্থী এই আধুনিক প্রযুক্তি শিক্ষায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তি ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও মেধাভিত্তিক সমাজ গঠনে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় মেধার নেতৃত্ব তৈরিতে এই ধরনের স্কিলবেসড প্রোগ্রাম পর্যায়ক্রমে প্রতিটি হলে আয়োজন করা হবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান, ছাত্রশক্তির ঢাবি শাখার সাধারণ সম্পাদক আল আমিন সরকার এবং ক্যারিয়ার এমপাওয়ারমেন্ট ফোরামের সভাপতি শিমু আক্তার। বক্তারা একাডেমিক পড়াশোনার পাশাপাশি সফট স্কিল ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মালিহা