‘মানুষের জন্য আমরা মানুষকে স্পর্শ করতে চাই’- এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি বাংলাদেশের অন্যতম আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র’ পূর্ণ করলো তাদের সাংস্কৃতিক কর্মযজ্ঞের ৩৬বছর অর্থাৎ ৩যুগ। এই দিন সন্ধ্যায় ঢাকার বেইলি রোডস্থ বাংলাদেশ মহিলা সমিতি’র ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারা উদযাপন করে তাদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আমন্ত্রিত বন্ধু সংগঠনের প্রধানরা ও মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র’র সদস্যদের দ্বারা ৩৬টি প্রদীপ প্রজ্জ্বালন- শুভেচ্ছাকথন-কেককাটার মধ্য দিয়ে জয়ন্তীর শুভারম্ভ করেন- মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দেশবরেন্য আবৃত্তিশিল্পী রেজীনা ওয়ালী লীনা, বিশিষ্ট অভিনেতা খলিলুর রহমান কাদেরী ও দলের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মু. সিদ্দিকুর রহমান পারভেজ । শুভারম্ভের পর পরিবেশিত হয় শিশু সংগঠন শিলালিপি, ভিএনএসসি-শিল্পাঙ্গন ও স্বপ্নবিকাশ কলাকেন্দ্র’র শিশুশিল্পীদের পরিবেশনায় দলীয়আবৃত্তি, দলীয়সঙ্গীত ও দলীয়নৃত্য । এরপর একে একে আমন্ত্রিত ৬টি বন্ধু সংগঠন — সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, প্রকাশ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, ঢাকা স্বরকল্পন, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, বাকশিল্পাঙ্গন ও শ্রুতিঘর- এর শিল্পীদের দলীয়সঙ্গীত ও দলীয় আবৃত্তি পরিবেশনার ফাঁকে ফাঁকে একক-আবৃত্তি পরিবেশন করেন মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র’র ১৫ জন আবৃত্তিশিল্পী খলিলুর রহমান কাদেরী, রেজীনা ওয়ালী লীনা, ড. সাহেদ মন্তাজ, কাজী দিলরোজ, সাকিক আহমেদ, শাকিব শিকদার, জেবুন নেসা খানম জীবন, কানিজ আফরোজ রীনা, রাবিয়া সুলতানা পান্না, তাহেরা আফরোজ, আলভি নাহিয়ান আবৃত, শ্রাবনী সরকার, সাদিয়া আক্তার নিপা, শ্রাবন্তী সাহা ও মোসুমী আক্তার মনিকা।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ । সেদিন ‘মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র’র ৩যুগ পূর্তির এই আয়োজনকে ঘিরে বিশিষ্ট চিত্রশিল্পী উত্তম কুমার রায়’ চমৎকার মঞ্চ-প্রাঙ্গন সজ্জা ও পরিপূর্ণ দর্শক সমাগমে ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তন যেন এক উৎসবমূখর মিলনমেলায় পরিনত হয়েছিল !
মাহমুদ সালেহীন খান










