বিইউপির ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। গত ৯, ১০ ও ১৭ জানুয়ারি এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছরের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে রোল নম্বর- ১১২৬১১৪৬৮৬, মো. সিয়াম আলী; ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজে রোল- ১০২৬১০০৬৭৫, আরিশা আশিক খান; ব্যাচেলর অব বিজনেস স্টাডিজে (জেনারেল) রোল-১৫২৬১০৬০৬৭, আব্দুর রহমান; ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে রোল-১২২৬১১৩৬৮৭, তানজিমা রব আদ্রিতা; ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে রোল-১৪২৬১১৩৪৫৭, ফারিহা ফারহিন শিমু; ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে রোল-১৪২৬১২৪৫৪৬, অরুণাভ তাশদিদ; ফ্যাকাল্টি অব মেডিক্যাল স্টাডিজে রোল-১৪২৬১২৫৩৪৭, নাহিদ আখতার এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে রোল-২৪২৬১০০৩৪১,

-সাইমুন