ভবঘুরেকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল উল্টে বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাতের আঁধারে এক নারী ভবঘুরেকে বাঁচাতে গিয়ে চলন্ত মোটরসাইকেল উল্টে ফজলুল করিম চুমকু (৫০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের পটিয়া আমজুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চুমকু উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হুলাইন গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। তিনি পেশায় একজন চায়ের দোকানদার।

পটিয়া মনসা বাদামতল মোড় এলাকায় তার চায়ের দোকান রয়েছে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

জানা গেছে, উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপি নেতা ফজলুল করিম চুমকু মোটরসাইকেলে করে পটিয়া থেকে বাড়ি ফেরার পথে আমজুরহাট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এক নারী ভবঘুরে সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মুহূর্তের মধ্যে চলন্ত মোটরসাইকেলটি মহাসড়কের একটি গর্তে পড়ে উল্টে যায়।

এসময় চুমকু ও গাড়িতে থাকা আরেক আরোহী মোরশেদ (৪০) আহত হন। এক পর্যায়ে তারা গাড়িটি গর্ত থেকে উঠিয়ে বাড়ি ফিরে যান। বাড়িতে চুমকু অসুস্থ হয়ে পড়লে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই আমজুর হাট অতিক্রম করার সময় পথেই মারা যান। 

নিহতের চাচাতো ভাই ও সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আবদুল মোতালেব মনু বলেন, বুধবার সকাল ১০টায় আমজুফকির জামে মসজিদের ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ফজলুল করিম চুমকু মৃত্যুতে রাজনৈতিক, বন্ধু মহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
-সাইমুন