ম্যাচ শেষ হতেই সম্প্রচার মাধ্যমকে রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস জানিয়ে এসেছেন, বিপিএলের নকআউট একটা ম্যাচ, উইকেট ভালো হওয়া উচিত ছিল। ওই উত্তরের জের ধরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক লিটনের কাছে ধেঁয়ে যাওয়া প্রথম প্রশ্ন, ‘মিরপুরের এই উইকেট বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ কিনা।’
পাল্টা প্রশ্ন করতে দেরি করেননি লিটন দাস, ‘আপনি কি সিওর আমরা বিশ্বকাপে যাচ্ছি?’ যদি যান প্রশ্নে বিশ্বকাপের অনেক দেরি বলেই মন্তব্য ছুড়ে দিলেন তিনি, ‘জানি না, এটার কোন উত্তর নেই। বিশ্বকাপ এখনো অনেক দেরি। বিশ্বকাপে যাবো কিনা এখনো সিওর না। টি-২০’র জন্য আদর্শ উইকেট না, এটা বলতে পারি। বিশ্বকাপের জন্য ভালো কিনা এখনো জানি না। তবে কোয়ালিফাই করার ম্যাচে আরও ভালো উইকেট হলে ভালো হতো।’
বিশ্বকাপের প্রস্তুতি প্রশ্নে ‘বিন্দাস’ থাকা এবং ‘রিকভারি’ করার কথা বলেছেন লিটন। তবে তার বিন্দাস থাকার মধ্যে বাংলাদেশের বিশ্বকাপে যাওয়ার অনিশ্চয়তার প্রতিই যেন তীর্যক কটাক্ষ, ‘আজ থেকে খেলা শেষ, বিন্দাস থাকব।’ পরেই তিনি জানান, টানা বিপিএল ম্যাচ খেলায় বিশ্রাম দরকার তাদের, ‘অনেক পরিশ্রম গেছে। রিকভারি তো করতে হবে। আন্তর্জাতিক ম্যাচে এক ম্যাচের পর রিকভারির সময় থাকে। পুরো বিপিএলে তেমন সময় ছিল না। রংপুর টিম টানা অনেকগুলো ম্যাচ খেলেছে।’
তবে বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা না থাকলে ভালো হতো মনে করেন লিটন। বিশ্বকাপ নিয়ে সংবেদনশীলতা থাকা প্রশ্নে ‘কী উত্তর দেব’ কিংবা ‘নো অ্যানসার’ বলা লিটন শেষ পর্যন্ত বলেছেন, এই অনিশ্চয়তা না থাকলে ভালো হতো, ‘সবাই খেলার মধ্যে আছে। আপনারা তো এরই মধ্যে জানেন, কোন ১৫ জন বিশ্বকাপ দলে আছে। আমরা কোন গ্রুপে খেলবো, কোন দেশে খেলবো এসব জানা থাকলে হেল্প হতো। যেটা আমার হাতে নেই, তা নিয়ে কী বলবো? পুরো বাংলাদেশ তো (বিশ্বকাপ নিয়ে) অনিশ্চয়তার মধ্যে আছে।’
-সাইমুন










