কেকেআর ছাড়তে হচ্ছে মোস্তাফিজকে: মদন লালের আক্ষেপ

আইপিএল ২০২৬ মৌসুমের নিলামে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড দামে দল পেয়েছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল। কিন্তু মাঠের লড়াই শুরু হওয়ার আগেই রাজনীতির উত্তাপে শেষ হয়ে গেল মোস্তাফিজের কলকাতা অধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কঠোর নির্দেশে এই বাঁহাতি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।

বিসিসিআইয়ের নির্দেশ ও বিকল্প খেলোয়াড়
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে (ANI) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “চারপাশে চলমান সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে।”

তবে কেকেআরের স্কোয়াডে যেন ঘাটতি তৈরি না হয়, সেদিকেও নজর দিয়েছে বোর্ড। সাইকিয়া জানান, কেকেআর যদি মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় (রিপ্লেসমেন্ট) দলে নিতে চায়, তবে বোর্ড সেই অনুমতি প্রদান করবে।

মূলত বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত। মোস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই ভারতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তোপের মুখে পড়েন শাহরুখ খান ও কেকেআর কর্তৃপক্ষ।

আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর শাহরুখ খানকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় বলেন, “বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম নির্যাতনের ঘটনা দেখার পরও একজন দলের মালিক কীভাবে এতটা হৃদয়হীন হতে পারেন? সেই দেশের কোনো ক্রিকেটারকে নিজের দলে নেওয়া নিষ্ঠুরতার শামিল।”

অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসিও দাবি করেন, মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য শাহরুখ খানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়া শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম সতর্ক করে বলেছিলেন, জনরোষ এড়াতে এবং দেশের স্বার্থে শাহরুখ খানের উচিত দ্রুত বাংলাদেশি খেলোয়াড়কে দল থেকে সরিয়ে দেওয়া।

এদিকে, পুরো বিষয়টি নিয়ে বিসিসিআই ও জয় শাহর দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। তিনি বলেন, “যদি বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে সমস্যা থাকেই, তবে প্রথমেই কেন তাদের নিলামের তালিকায় রাখা হলো? এই দায় আইসিসি প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহর। তিনিই সিদ্ধান্ত নেন কারা নিলামের পুলে থাকবে এবং কারা থাকবে না।”

খেলার মাঠে রাজনীতির এমন নগ্ন হস্তক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার মদন লাল। ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিসিসিআইয়ের ক্ষমতাকে স্বীকার করে নিয়েও নিজের হতাশা লুকাননি।

মদন লাল বলেন, “বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাই চূড়ান্ত। তাদের সিদ্ধান্তের ওপর কেউ প্রশ্ন তুলতে পারে না, এমনকি শাহরুখ খানও নন। কারণ সবাই বোর্ডের অধীনেই।” তবে তিনি আক্ষেপ করে যোগ করেন, “আমি বুঝতে পারছি না খেলাধুলার মধ্যে কেন এত রাজনীতি ঢুকে পড়ছে। ক্রিকেট বা সামগ্রিক ক্রীড়াঙ্গন আসলে কোন দিকে এগোচ্ছে, তা আমার কাছে স্পষ্ট নয়।”

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে আইপিএলের নিয়মিত মুখ মোস্তাফিজ এ পর্যন্ত ৫টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ৮ মৌসুমে ৬৫টি উইকেট শিকার করেছেন। এবার রেকর্ড মূল্যে দল পেলেও রাজনীতির গ্যাঁড়াকলে পড়ে আসর শুরুর আগেই তাকে বিদায় নিতে হলো।