ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। একই আদালত জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের নামে সাতটি ব্যাংক হিসাবে থাকা এক কোটি তিন লাখ ৫৩ হাজার ৩৬৯ টাকা অবরুদ্ধ করার নির্দেশও দিয়েছেন।
জাহাঙ্গীরের সম্পদের মধ্যে রয়েছে নোয়াখালীর চাটখিলের বিভিন্ন স্থানে থাকা ৩৫ কাঠা জমি এবং ঢাকার মিরপুরের সেনপাড়ার একটি ফ্ল্যাট। সম্পত্তির মোট মূল্য দেখানো হয়েছে এক কোটি ৭৫ লাখ ৫৬ হাজার ৭৪০ টাকা।
দুদকের আবেদনে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জাহাঙ্গীরের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার জন্য আটটি ব্যাংকের ২৩টি অ্যাকাউন্টে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা করা হয়। ওই অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় দুদক মামলা করেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন।
কামরুন নাহারের আবেদনে বলা হয়, তাঁর বিরুদ্ধে ছয় কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও স্বামী জাহাঙ্গীরের সহায়তায় দুটি ব্যাংকের মোট চার শাখার সাতটি অ্যাকাউন্টে সঞ্চয়ী ও ডিপিএস হিসাব খুলে পাঁচ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ৮৫৫ টাকা জমা করেছেন। এই জমাকৃত অর্থ অবৈধ উপায়ে অর্জন করায় কামরুন নাহার ও জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
-সাইমুন









