ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর গতকাল হঠাৎ ব্যক্তিগত ও পেশাগত জীবন থেকেই কিছু দিনের জন্য সরে যাওয়ার কথা জানান। আদৌ তিনি ফিরবেন কি না, সে বিষয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন তিনি। বিষয়টি পরিস্কার করে না বলে কিছুক্ষণ পর সেই পোস্ট মুছে ফেলেন।
সম্পর্ক, দায়িত্ব ও কাজ থেকে বিরতির ঘোষণা দেওয়ার পরই স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তার দাম্পত্যে টানাপোড়েনের গুঞ্জন শুরু হয়। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন নেহা।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয় তুলে নেহা লেখেন, “অনুগ্রহ করে আমার স্বামী কিংবা আমার পরিবারকে এসবের মধ্যে টেনে আনবেন না। তারা আমার জীবনের সবচেয়ে পবিত্র মানুষ। আজ আমি যা কিছু, সবই তাদের সমর্থনের কারণে।’
তিনি আরও বলেন, ‘আমি কিছু মানুষ আর একটি নির্দিষ্ট ব্যবস্থার ওপর ক্ষুব্ধ-এটা ব্যক্তিগত বিষয়। আশা করি সবাই বিষয়টি বুঝবেন এবং আমার স্বামী ও পরিবারকে এসবের বাইরে রাখবেন।”
সামাজিক মাধ্যমে দেওয়া আবেগপ্রবণ যে পোস্টগুলোর কারণে এতো কিছু তার জন্য নিজেকেও দায়ী করেন নেহা। এটাকে জীবনের একটা শিক্ষা বলে উল্লেখ করেন এই সংগীতশিল্পী।
তার কথায়, “আমি মানছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার সময় আমাকে আরও সংযত হওয়া উচিত ছিল। কারণ মিডিয়া খুব ভালোভাবেই জানে কীভাবে ‘রাইকে পাহাড় বানাতে হয়’। এটা আমার জন্য একটা শিক্ষা।”
মাহমুদ সালেহীন খান










