বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী, উপস্থাপক, নাট্যকার ও মডেল এলিনা শাম্মী। ছোট ও বড় পর্দায় সাবলীল অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন অগণিত ভক্ত ও দর্শকের হৃদয়। তার লেখা নাটকও দর্শকপ্রিয়তা পাচ্ছে। গুণী এই শিল্পীর সঙ্গে ক্যারিয়ারের নানা বিষয় প্রসঙ্গে কথা হয় আলোকিত স্বদেশের সঙ্গে
সম্প্রতি কী কী কাজ নিয়ে ব্যস্ত আছেন?
সম্প্রীতি আমি বিটিভির নতুন কুঁড়িতে বিচারক হিসেবে কাজ করেছি। এ ছাড়া আমার লেখা নাটক ব্যাচেলর ডায়েরি বিটিভিতে প্রচার হচ্ছে। ডলি জহুর, মীর রাব্বিসহ অনেক গুণী অভিনেতা কাজ করেছেন। সালাহউদ্দিন লাভলু ভাইয়ের একটি ধারাবাহিক ‘ফুলগাঁও’ কাজ করছি। এটি চ্যানেল আইতে প্রচারিত হবে। ঈদ উপলক্ষে দুটি সিঙ্গেল নাটকের কাজ শেষ করলাম। বিটিভিতে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমার লেখা একটা নাটক যাবে।
‘নতুন কুঁড়ি’তে বিচারকের আসনে অভিজ্ঞতা কেমন?
‘নতুন কুঁড়ি’র অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। শিশুরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছে , যা আমাদের সংস্কৃতির জন্য অত্যন্ত ইতিবাচক দিক। ভবিষ্যতে এ শিশুরাই নিজেদের প্রমাণ করে অনেক দূর এগিয়ে যাবে। শিল্প-সংস্কৃতিতে যে ঘাটতি বহু বছর ধরে দেখা যাচ্ছিল , আমি বিশ্বাস করি এ প্রজন্ম সেই শূন্যতা পূরণ করবে। অভিভাবকরা সন্তানদের সহায়তা করছেন, তারাও প্রশংসার দাবিদার।
নতুন প্রজন্মের প্রতি আশাবাদ কী?
শিশুদের আগ্রহ আমাকে সত্যিই অবাক করেছে। সকাল থেকে তারা অপেক্ষা করেছে। তাদের প্রস্তুতি ও মনোযোগ দেখে মনে হয়েছে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। কেউ কেউ হেরে গেছে; কিন্তু আমি মনে করি, যারা এবার জয়ী হয়নি, তারা যেন নিজেদের ভুল শুধরে নিয়ে আবার নতুন করে প্রস্তুতি নেয়।
নিজের লেখা নাটকে অভিনয়ের অনুভুতি কি ?
এর আগে নিজের লেখা নাটকে অভিনয় করেছি। সেটি মাছরাঙা টেলিভিশনে ১৬ ডিসেম্বরের বিশেষ নাটক হিসেবে প্রচারিত হয়েছে। সেখানে মোশাররফ করিম দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। আরও একটি নাটক সমর্পণ। সেটিও মাছরাঙা টেলিভিশনে প্রচার হয়েছে। শতাব্দী ওয়াদুদ আমার সহ-অভিনেতা ছিলেন। আরও একটি আমার লেখা নাটক সম্প্রচার হয়েছে ‘অন্যরকম ভালোবাসা’ আসলে নিজের লেখা নাটকে সব আমার জানা। তাই অভিনীত চরিত্রটি শতভাগ প্রাণবন্ত করে তোলার চেষ্টা থাকে। এখন নাটক লেখাতে বাজেট স্বল্পতা থাকে। নাট্যকার হিসেবে এটা মাথায় রাখতে হয় নাটকটি ডিরেক্টরকে বানাতে হবে। সেটি প্রচার করতে হবে। ব্যবসায়িক একটি বিষয় থাকে। তবে সবকিছু বিষয় মাথায় রেখেই নাটকটি লিখতে হয়।
নতুন বছর নিয়ে আপনার ভাবনা কী?
নতুন বছর শুরু হয়েছে। নতুন একটি পরিবর্তন শুরু হয়েছে। আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে বিশৃঙক্ষলা। নতুন করে দেশকে সাজানো। যুদ্ধ-পরবর্তী দেশকে ঢেলে সাজানো সহজ না। আমরা তো চব্বিশের আন্দোলনে একরকম যুদ্ধ করেই দেশকে দ্বিতীয়বারের মতো মুক্ত করেছিলাম। তাই হয়তো অনেক ধরনের সমস্যা হচ্ছে । ন্যায্য-অন্যায্য অনেক দাবি নিয়ে অনেকেই রাস্তায় দাঁড়িয়েছেন। শিল্পীরা সবচেয়ে সহনশীল। সবচেয়ে কষ্টেও আছে তারা; কিন্তু তারা দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়ায়নি।
একুশে বইমেলার জন্য অনেক তারকা বই বের করেন, এরকম কোনো পরিকল্পনা আছে কি?
একটি উপন্যাস লেখার প্রস্তুতি নিচ্ছিলাম। পড়ে আন্দোলনে থাকার কারনে আর শেষ করা হয় নি ।
অটিটি বা ওয়েব সিরিজে কী কী কাজ যাচ্ছে?
দুটি ওয়েব ফিল্ম নিয়ে কথাবার্তা চলছে। সবকিছু ঠিক থাকলে দর্শকরা কাজগুলোতে দেখতে পারবেন।
সিনেমায় অভিনয় নিয়ে ভাবছেন কিছু?
ইফফাত জাহান মমর পরিচালিত ‘কাটপিস’ সিনেমার কাজ শেষ করলাম। এটি রোজার ঈদে মুক্তি পাবে। আরও একটি সিনেমা মুক্তির পাইপলাইনে আছে। আরও একটি সিনেমার কাজ নিয়ে আলোচনা চলছে।
ক্যারিয়ার নিয়ে স্বপ্নের কথা শুনতে চাই।
অভিনয় ক্যারিয়ার নিয়ে স্বপ্ন অবশ্যই আছে। কিন্তু স্বপ্ন যেভাবেই দেখা হোক, তা বাস্তবায়ন না হলে তার মূল্য থাকে না। সবকিছু স্থিতিশীল হলে ভবিষ্যৎ পরিকল্পনা করব।
-মাহমুদ সালেহীন খান










