সউদি আরবে প্রবাসী শ্রমিকদের কাজের সুযোগ সীমিত করে দেশীয় নাগরিকদের জন্য নতুন নিয়োগ নীতি চালু করা হয়েছে। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সোমবার (১৯ জানুয়ারি) ঘোষণা করেছে, মার্কেটিং ও সেলস খাতের যে কোনো প্রতিষ্ঠানে যদি তিন বা ততোধিক কর্মী থাকে, তাদের অন্তত ৬০ শতাংশ অবশ্যই সউদী নাগরিক হতে হবে। এসব পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ রিয়াল।
মার্কেটিং খাতে নতুন নিয়মের আওতায় থাকা পদগুলো হলো: মার্কেটিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং এজেন্ট, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, অ্যাডভারটাইজিং ডিজাইনার এবং পাবলিক রিলেশন্স কর্মকর্তা। এই নিয়ম বেসরকারি প্রতিষ্ঠানে তিন মাস পর কার্যকর হবে।
একইভাবে, সেলস খাতের প্রতিষ্ঠানেও তিন বা তার বেশি কর্মী থাকলে ৬০ শতাংশ লোকবল সউদী নাগরিক হতে হবে। এই খাতের পদগুলো হলো: সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেলস স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্ট।
মন্ত্রণালয় আশা করছে, নতুন নিয়ম দেশের শ্রমবাজারে দেশীয় নাগরিকদের জন্য আরও মানসম্মত চাকরির সুযোগ সৃষ্টি করবে এবং চাকরির স্থিতিশীলতা বাড়াবে।
তথ্যসূত্র : সউদী গ্যাজেট









