আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ফের নির্বাচনের পথনকশা (রোড ম্যাপ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তপশিল ঘোষণার পর সংক্ষিপ্ত পথনকশা ঘোষণা ইসির ইতিহাসে এই প্রথম। এর আগে গত জুলাইয়ে একটি নির্বাচনি কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত পথনকশা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম। সোমবার (১৯ জানুয়ারি) এই রোড ম্যাপ প্রকাশ করা হয়, যা ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা স্বীকার করেন। ঘোষিত পথনকশার তথ্যমতে, আগামী ২২ জানুয়ারি ৩০০ সংসদীয় আসনের ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। এর পর ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির আরেকটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। আর ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ এবং ২-৩ ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনিসামগ্রী মাঠ পর্যায়ে পাঠাবে ইসি। ভোটগ্রহণের জন্য তৈরি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশন একদমই কোনো চাপে নেই। সবাই চায় ভালো নির্বাচন, কমিশনও তা-ই চায়। গতকাল সোমবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, একটি কমিশনের একটি জাতীয় নির্বাচন করারই সুযোগ থাকে। দুই বার কোনো কমিশনই সুযোগ পায় না। কোনো কমিশন আগের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে না। কমিশন একদমই কোনো চাপে নেই। সবাই চায় ভালো নির্বাচন, কমিশনও তা-ই চায়। তিনি বলেন, ‘সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ, পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে। ছোট সমস্যার সমাধান করে যাচ্ছে কমিশন। ইসি বড় সমস্যার সম্মুখীন এখনো হয়নি। রাজনৈতিক দলের বক্তব্য আমরা খতিয়ে দেখছি ও ব্যবস্থা নিচ্ছি।’ এই নির্বাচন কমিশনার আরো বলেন, আপিল শুনানিতে মনে হয়েছে, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন, ভোটের মাঠেও তারা তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন।
পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বসছে ইসি, বিদেশ থেকে ৫ হাজার ৬০০ ব্যালট ফেরত এসেছে :আসন্ন গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) আজ মঙ্গলবার বিকালে এ সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে। গতকাল ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ‘আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থীদের আপিল শুনানি সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২২ জানুয়ারি প্রচার-প্রচারণা শুরু হবে। নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ প্রিসাইডিং অফিসারদের এক প্রশিক্ষণে গতকাল জানিয়েছেন, ইতালি ও মালয়েশিয়া থেকে যথাক্রমে ১ হাজার ৬০০ ও ৪ হাজারসহ মোট ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে। নিবন্ধনকৃত ঠিকানা সঠিক না থাকায় এগুলো ফেরত এসেছে বলে জানান তিনি।
কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল :কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে যে আপিল হয়েছিল, সেটার শুনানি শেষে নির্বাচন কমিশন গতকাল সোমবার এ সিদ্ধান্ত জানায়। প্রথমে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কায়কোবাদের মনোনয়ন বৈধ হয়েছিল। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছিল। গত রবিবার ছিল নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন। সব আপিল নিষ্পত্তি হলেও কায়কোবাদের বিরুদ্ধে করা আপিলের সিদ্ধান্ত অপেক্ষমাণ ছিল। সোমবার শুনানি নিয়ে এ সিদ্ধান্ত জানাল কমিশন।
-মামুন










