পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম জেলার অধীনে পরিচালিত নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স আজ সফলভাবে সমাপ্ত হয়েছে।

“থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত প্রশিক্ষণে মোট ২৭টি ব্যাচে সর্বমোট ২,৮৯৮ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেছেন। এর মধ্যে চট্টগ্রাম জেলা পুলিশ থেকে ২,৬৬০ জন, নৌ-পুলিশ ৫৫ জন, রেলওয়ে পুলিশ ২৫ জন, পিবিআই মেট্রো ৩০ জন, পিবিআই জেলা ৩৫ জন, এন্টি-টেররিজম ইউনিট ১৪ জন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিস ১৫ জন, হাইওয়ে পুলিশ ৩৫ জন এবং সিআইডি চট্টগ্রাম থেকে ২৯ জন সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মধ্যে ৩ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১ জন সহকারী পুলিশ সুপার, ৭৭ জন ইন্সপেক্টর, ৩২৬ জন এসআই, ৩৪৭ জন এএসআই, ৬৭ জন নায়েক এবং ১,৮৩৯ জন কনস্টেবল রয়েছেন।
সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, “জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে হলে আমাদের দক্ষতা, দায়িত্ববোধ এবং আইনানুগ আচরণের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনী আইন, আচরণবিধি, ভোটকেন্দ্র-সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা, জনসম্পৃক্ততা, সংকট মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে সুস্পষ্ট ধারণা অর্জন করেছেন। সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বই জনগণের আস্থা অর্জনের প্রধান ভিত্তি।”

উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ৫ অক্টোবর ২০২৫ খ্রি: চট্টগ্রাম জেলা পুলিশ লাইনস, সিভিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা, ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, যিনি আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, আইনের যথাযথ প্রয়োগ, জনসংযোগ, ঝুঁকি ব্যবস্থাপনা, তাৎক্ষণিক সাড়া প্রদান এবং মাঠপর্যায়ের নিরাপত্তা কৌশল বিষয়ে একাধিক বিশেষ সেশন পরিচালিত হয়।

সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল), প্রশিক্ষকবৃন্দ এবং চট্টগ্রাম জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণ কর্মসূচি আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইসমাইল ইমন, চট্টগ্রাম