ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড দাঁতমন্ডল গ্রামের বাসিন্দা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মোঃ রিফাত মিয়া (২৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মোঃ রফিকুল ইসলামের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে ধনকুড়া ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন রিফাত। দুর্ঘটনার সময় তিনি নিজে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনাকবলিত হলে তিনি মাথায় মারাত্মক আঘাত পান।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রিফাতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে হৃদয়বিদারক আহাজারি। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এই অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। ব্যাক্তিগত জীবনে তিনি ছিলেন দুই সন্তানের জনক। এ বিষয়ে নাসিরনগর থানায় একটি অপমৃত্যুর প্রস্তুতির কার্যক্রম চলছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
খ,ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া










