ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি সময়সীমা বেঁধে দিয়েছে এমন খবরকে নাকচ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৯ জানুয়ারি) দেশের বিভিন্ন গণমাধ্যমে ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বলে সংবাদ প্রকাশিত হলেও বিসিবি জানিয়েছে, আইসিসি এ ধরনের কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করেনি।
এক সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, “গত ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি বাংলাদেশে এসে আমাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আমরা স্পষ্টভাবে জানিয়েছি, কোন কোন ভেন্যুতে খেলতে আমাদের আপত্তি বা অপারগতা রয়েছে।”
তিনি আরও জানান, “আমরা বিকল্প ভেন্যুর জন্য আইসিসির কাছে অনুরোধ করেছি। প্রতিনিধির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আমাদের বলেছেন, বিষয়গুলো আইসিসির কাছে উপস্থাপন করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। তবে কবে জানানো হবে বা কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। শুধু বলা হয়েছে, পরবর্তী বৈঠকের তারিখ আমাদের জানানো হবে।”
এদিকে টি–টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ভারত সফরে যেতে অস্বীকৃতি জানানোয় বিকল্প হিসেবে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিলেও আয়ারল্যান্ড স্পষ্টভাবে জানিয়েছে, তারা নিজেদের নির্ধারিত গ্রুপ ছাড়বে না।
ফলে বিকল্প ভেন্যু বা অন্য কোনো সমাধান না এলে বাংলাদেশের সামনে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এখন শেষ পর্যন্ত আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেটির দিকেই তাকিয়ে আছে বিসিবি ও দেশের ক্রিকেটপ্রেমীরা।
-এমইউএম










