নরসিংদীর পলাশ উপজেলায় ছেলের ছুরিকাঘাতে জন্মদাতা মা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ১৮ জানুয়ারি সকালে পলাশের জনতা জুট মিল এলাকায়।
নিহত নারীর নাম বিউটি বেগম (৪২)। তিনি জনতা জুট মিলের মহিলা কোয়ার্টারে বসবাস করতেন। অভিযুক্ত ছেলে আবির ওরফে নিশান (২৪) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে আবির তার মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এ সময় মিলের শ্রমিকরা এগিয়ে এসে আহত বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৯ জানুয়ারি সকাল ৬টার দিকে বিউটি বেগম মারা যান।
পারিবারিক সূত্র আরও জানায়, আবির ওরফে নিশান প্রায়ই নেশার টাকার জন্য মাকে মারধর করতেন। এর আগেও একাধিকবার নির্যাতনের শিকার হয়ে বিউটি বেগম বাড়ি ছাড়তে বাধ্য হন। অত্যাচার ও প্রাণনাশের হুমকির কারণে তিনি জনতা জুট মিলের মহিলা কোয়ার্টারে বসবাস শুরু করেন। নেশার টাকা জোগাড় করতে আবির মাঝে মধ্যেই এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত আবির পলাশ উপজেলার আদর্শ গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন।
ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ ও জুট মিলের শ্রমিকরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় নিহতের পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরিফুল আলম আশিক,শিবপুর উপজেলা,নরসিংদী










