ফেসবুকের বৈশ্বিক কনটেন্ট ক্রিয়েটর তালিকায় তারেক রহমান

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৈশ্বিক পর্যায়ে শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সোশ্যাল ব্ল্যাড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তার অবস্থান ৬৩তম।

রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। তালিকায় দেখা যায়, ফেসবুকে কনটেন্ট প্রকাশ ও আলোচনা বা এনগেজমেন্টের পরিসংখ্যান বিবেচনায় তারেক রহমানের অবস্থান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও ওপরে।

সোশ্যাল ব্ল্যাডের তথ্যমতে, তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে ৫৫ লাখের বেশি লাইক রয়েছে এবং ‘টকিং অ্যাবাউট’ বা সক্রিয় আলোচনার সংখ্যা ১৬ লাখেরও বেশি। সাম্প্রতিক দুই সপ্তাহে তার পেজে যুক্ত হয়েছে প্রায় ৪৮ হাজার নতুন লাইক, যা দৈনিক গড়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

এই পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্ল্যাড তার পেজকে A++ গ্রেড দিয়েছে। ফেসবুকে নিয়মিত কনটেন্ট, ব্যবহারকারীদের সম্পৃক্ততা এবং আলোচনার মাত্রার কারণে তারেক রহমানের ফেসবুক পেজটি বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পেজ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোশ্যাল ব্ল্যাড জানায়, ফেসবুকে যাদের নিয়ে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি, শেয়ার ও আলোচনা হয়, তাদেরই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে মূল্যায়ন করা হয়। এই হিসেবে বৈশ্বিক রাজনীতি ও সামাজিক প্রভাবের ক্ষেত্রে তারেক রহমানের অবস্থান দিন দিন আরও দৃঢ় হচ্ছে।

সাবরিনা রিমি/