মেমোরি চিপে যুক্তরাষ্ট্রের শুল্ক, অনুকূল শর্ত আদায়ে উদ্যোগী দক্ষিণ কোরিয়া

ছবি: সংগৃহীত

মেমোরি চিপ আমদানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে অনুকূল শর্ত নিশ্চিত করতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালাবে দক্ষিণ কোরিয়া। রোববার টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্র এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির অংশ হিসেবে প্রকাশিত একটি যৌথ তথ্যপত্রে এমন শর্ত অন্তর্ভুক্ত রয়েছে, যাতে মেমোরি চিপ আমদানির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া তার প্রধান প্রতিযোগী দেশগুলোর তুলনায় কোনোভাবেই বৈষম্যমূলক শুল্কের মুখে না পড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের ওপর শুল্ক আরোপসংক্রান্ত ট্রাম্প প্রশাসনের ঘোষণার প্রেক্ষাপটে এ মন্তব্য করা হয়।

এর আগে শনিবার দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নত কম্পিউটিং চিপের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোর ওপর সীমিত প্রভাব ফেলবে বলে সরকার মনে করছে।

বিশ্বের শীর্ষ মেমোরি চিপ উৎপাদকদের মধ্যে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্স অন্যতম। দেশটির রপ্তানি আয়ের বড় একটি অংশই এই খাত থেকে আসে।

সূত্র: রয়টার্স

সাবরিনা রিমি/