আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভা যোগ দিতে আসছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আগামী ২৩ জানুয়ারি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত জনসভায় দলটির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বিশেষ অতিথি হিসেবে জনসভায় অংশ নেবেন।
জেলা জামায়াতের দায়িত্বশীলবৃন্দ জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভোটের গুরুত্ব তুলে ধরা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়েছে। এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনের পূর্বপর্যায়ে দেশের সব বিভাগের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের মতে, সমাবেশের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে ভোটের জাগরণ সৃষ্টি করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা। জনসভায় নির্বাচন, গণতন্ত্র ও নাগরিক অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হবে বলে জানানো হয়।
একই দিনে ঠাকুরগাঁওয়ের জনসভা শেষ করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দিনাজপুরে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখানেও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
-saimun










