হাই স্কুল মাঠে এখন ময়লা আবর্জনা ফেলছে বাজার ব্যবসায়ীরা : ব্যাহত হচ্ছে শিক্ষা ও খেলাধুলা

সাতক্ষীরার তালা উপজেলার ঐতিহ্যবাদী খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় (খলিলনগর হাই স্কুল) মাঠটি এখন স্থানীয় বাজারের দোকানদাররা ময়লা আবর্জনা ফেলেই চলেছে। এক সময়ের ব্যস্ত খেলার মাঠটি এখন ময়লা-আবর্জনার ভাগাড় এবং ব্যবসায়িক পণ্যের ময়লা আবর্জনায় গুদামে পরিণত হয়েছে, যার ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় কিশোর-তরুণদের খেলাধুলা সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের চারপাশ ঘিরে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা অবৈধভাবে ময়লা আবর্জনা ফেলছে এবং সাধারণ মানুষের পোষা গরু,ছাগল মাঠের ভেতরে চড়িয়ে খেলার মাঠ নষ্ট করছে, আবার কেউ কেউ দোকানের নষ্ট হওয়া মালামাল ও আবর্জনা সরাসরি মাঠের ওপর ফেলছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, আগে টিফিনের সময় বা স্কুল শেষে তারা এই মাঠে ফুটবল ও ক্রিকেট খেলত। কিন্তু এখন মাঠের বিভিন্ন জায়গায় গর্ত, কাদা এবং ব্যবসায়ীদের কাঁচা সবজি নষ্ট এবং মুদিখানা দোকানদারদের ময়লা থাকায় কারণে দৌড়াদৌড়ি করাও অসম্ভব হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলে, “মাঠের চারদিকে বাজারের লোকজন এমনভাবে ময়লা আবর্জনা করেছে যে, আমাদের খেলাধুলা করা অসম্ভব হয়ে পড়েছি ।”
অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মতে, একটি বিদ্যালয়ের প্রাণ হচ্ছে তার খেলার মাঠ। কিন্তু বাজারের প্রভাব খাটিয়ে মাঠটি নষ্ট করায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মাঠটি ময়লা আবর্জনা মুক্ত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদ ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানান, দ্রুতই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং মাঠটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবো বলে আমাদের কে জানান।
খলিলনগর হাই স্কুলের এই ঐতিহ্যবাহী মাঠটি রক্ষা করতে এবং শিক্ষার্থীদের খেলার পরিবেশ ফিরিয়ে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি।

-saimun