আদর্শ ক্যাম্পাস ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তোলারাম কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে ছাত্র অধিকার রক্ষা ও আদর্শ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ১০ দফা দাবি উত্থাপন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। রোববার (১৮ জানুয়ারি) সকালে কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল ইসলামের কাছে এই স্মারকলিপি প্রদান করেন সংগঠনের কলেজ শাখার নেতৃবৃন্দ।

আন্দোলনের মূল লক্ষ্য: ছাত্র সংসদ ও ক্যাম্পাস সংস্কার
স্মারকলিপিতে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত একটি নিরপেক্ষ ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জোর দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যহীন আচরণ নিশ্চিত করার আহ্বান জানান সংগঠনের কলেজ শাখা সভাপতি শাহ্ মুহাম্মাদ ছগির হোসেন।
১০ দফার উল্লেখযোগ্য দাবিগুলো:
শিক্ষার্থীদের আবাসন, যাতায়াত এবং ধর্মীয় প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো:

মসজিদ কমপ্লেক্স নির্মাণ: বর্তমান টিনশেড মসজিদের পরিবর্তে ৫ তলা বিশিষ্ট আধুনিক মসজিদ কমপ্লেক্স এবং উন্নত ওজুখানার ব্যবস্থা করা।

নামাজের বিরতি: জোহরের নামাজের সময় সব ক্লাসে বিরতি প্রদান।
আবাসন ও পরিবহন: ছাত্র-ছাত্রীবাস সম্প্রসারণ করে আসন সংখ্যা বৃদ্ধি এবং কলেজ বাসের রুট বাড়ানোসহ সময়ানুবর্তিতা নিশ্চিত করা।

নিরাপত্তা ও পরিবেশ: পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং একটি ‘গ্রিন ক্যাম্পাস’ গড়ে তোলা।

আর্থিক ও শিক্ষা সহায়তা: ফরম ফিলাপ ও সেশন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা, লাইব্রেরিতে নতুন বই সরবরাহ এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা।
“এই ১০ দফা দাবি সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। এগুলো বাস্তবায়ন হলে তোলারাম কলেজ দেশের অন্যতম শ্রেষ্ঠ ও আদর্শ বিদ্যাপীঠে পরিণত হবে।”
— শাহ্ মুহাম্মাদ ছগির হোসেন, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তোলারাম কলেজ শাখা।

কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
স্মারকলিপি গ্রহণ করে অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল ইসলাম শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সাধুবাদ জানান। তিনি বলেন, কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে এই দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিষয়গুলো খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাধারণ শিক্ষার্থীদের মাঝেও এই ১০ দফা দাবি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

-saimun