চাকরির মেয়াদ ও বয়সসীমা পূর্ণ হওয়ায় বেসরকারি খাতের কয়েকটি ব্যাংকের শীর্ষ নির্বাহী পদে পরিবর্তন আসছে। এর অংশ হিসেবে আগামী ফেব্রুয়ারিতে ডাচ–বাংলা ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দায়িত্ব নিতে যাচ্ছেন। ইতোমধ্যে দুই ব্যাংকই এমডি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং এখন কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে ইস্টার্ন ব্যাংকেও নতুন এমডি নিয়োগের প্রস্তুতি চলছে।
সম্প্রতি ঢাকা ব্যাংক, মেঘনা ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংকে নতুন এমডি দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে ব্র্যাক ব্যাংকেও শীর্ষ নির্বাহী পদে পরিবর্তন আসে।
বর্তমানে ব্যাংকের এমডি পদে চাকরির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত আছে ৬৫ বছর। এই বয়সসীমা পূর্ণ হওয়ায় বেশির ভাগ ব্যাংকে শীর্ষ নির্বাহী পদ শূন্য হচ্ছে। কোথাও মেয়াদ শেষ হওয়া বা পদত্যাগের কারণেও পরিবর্তন আসছে। ব্যাংক উদ্যোক্তাদের একটি অংশ বলছে, বর্তমান পরিস্থিতিতে অভিজ্ঞ ও সৎ এমডি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ডাচ–বাংলা ব্যাংকের বর্তমান এমডি আবুল কাশেম মো. শিরিনের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ২০১৬ সালে তিনি ব্যাংকটির এমডি হিসেবে দায়িত্ব নেন এবং ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ, এটিএম নেটওয়ার্ক বিস্তারের মতো বিভিন্ন উদ্যোগে নেতৃত্ব দেন। তাঁর স্থলে নতুন এমডি হিসেবে এহতেশামুল হক খানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। তিনি বর্তমানে ডাচ–বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান করপোরেট বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে মিডল্যান্ড ব্যাংকের বর্তমান এমডি আহসান-উজ জামানের মেয়াদ শেষ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। ২০১৪ সাল থেকে তিনি ব্যাংকটির শীর্ষ নির্বাহী পদে ছিলেন। তাঁর স্থলে শাহজালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি ইমতিয়াজ ইউ আহমেদকে এমডি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ইমতিয়াজ ইউ আহমেদ ২০০৩ সাল থেকে শাহজালাল ইসলামী ব্যাংকে কর্মরত এবং গত বছর অতিরিক্ত এমডি পদে পদোন্নতি পান।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ডাচ–বাংলা ও মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি নিয়োগ–সংক্রান্ত আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললেই তাঁরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।
এদিকে চলতি সপ্তাহে ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দিয়েছেন ওসমান এরশাদ। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত এমডি ও প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন। পাশাপাশি তিনি সিঙ্গাপুরভিত্তিক একটি ফিনটেক প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। বহুজাতিক ব্যাংক ও বিদেশে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। তিনি সিঙ্গাপুরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এমডি ও সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ইস্টার্ন ব্যাংকের বর্তমান এমডি আলী রেজা ইফতেখারের মেয়াদ শেষ হবে আগামী ১৯ এপ্রিল। ২০০৭ সাল থেকে তিনি ব্যাংকটির নেতৃত্ব দিয়ে আসছেন। জানা গেছে, তাঁর স্থলাভিষিক্ত করতে বিদেশে কর্মরত এক বাংলাদেশি ব্যাংকার এবং দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের এমডির সঙ্গে আলোচনা চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমানের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ১৬ ফেব্রুয়ারি। তিনি ২০১৯ সাল থেকে এই পদে আছেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংক ও ঢাকা ব্যাংকেও এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া সম্প্রতি মেঘনা ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ মিজানুর রহমান, যিনি আগে এবি ব্যাংকের এমডি ছিলেন। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের এমডি হয়েছেন এস এম মঈনুল কবীর, তিনি আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডিএমডি ছিলেন। সাউথইস্ট ব্যাংকের এমডি হিসেবে যোগ দিয়েছেন খালিদ মাহমুদ, যিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত এমডি ও প্রধান ব্যবসা কর্মকর্তা ছিলেন। আর গত সেপ্টেম্বরে ব্র্যাক ব্যাংকের এমডি হন তারেক রেফাত উল্লাহ খান, তিনি ওই ব্যাংকেরই অতিরিক্ত এমডি ছিলেন-
-আফরিনা সুলতানা/










