নাটোরের নলডাঙ্গা হালতি বিলে সোলার পাম্পে ইরিচাষ পদ্ধতি চালু

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে সৌরশক্তি ব্যবহার করে ইরি-বোরো চাষে নতুন দিগন্ত উন্মোচন করেছেন কৃষক মো. রমজান আলী। যান্ত্রিক সেচ ব্যবস্থার বিকল্প হিসেবে নিজ উদ্যোগে সোলার পাম্প স্থাপন করে এলাকায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন তিনি।

উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের মো. জায়েদ আলী মীরের ছেলে রমজান আলী জানান, সম্পূর্ণ নিজের পরিকল্পনায় ২ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে এই সোলার সিস্টেমটি তৈরি করেছেন তিনি। ২৬০০ ওয়াটের এই পাম্পে চলছে তিন ঘোড়া (হর্স) শক্তির মোটর, যা দিয়ে অনায়াসেই ১৫ বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব।

রমজান আলীর মতে, ডিজেল চালিত মেশিনে ১০ বিঘা জমি চাষ করতে প্রায় ১ হাজার লিটার জ্বালানি তেলের প্রয়োজন হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। এছাড়া শীতকালে ইঞ্জিন চালু করাও বেশ কষ্টসাধ্য। অন্যদিকে, সোলার পাম্পে কোনো জ্বালানি খরচ নেই। তিনি বলেন, “এটি পরিচালনা করা খুব সহজ, শুধু সুইচ অন করলেই পানি ওঠে। এই পাম্পের ২০ বছরের গ্যারান্টি রয়েছে, ফলে আমি নামমাত্র খরচে ধান চাষ করতে পারব।”

মাধনগর ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক মামুনুর রশিদ জানান, রমজান আলীর এই উদ্যোগ অন্য কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অনেক কৃষক এখন সাশ্রয়ী এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হচ্ছেন।

নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “আমরা কৃষি বিভাগ থেকে দ্রুত প্রকল্পটি পরিদর্শন করব। এমন উদ্ভাবনী কাজে কৃষি বিভাগের পক্ষ থেকে রমজান আলীকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।”

উদ্ভাবক রমজান আলী জানান, এলাকার অন্য কোনো কৃষক যদি এমন সোলার পাম্প স্থাপন করতে চান, তবে তিনি প্রযুক্তিগত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছেন।

-এম. এইচ. মামুন