কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই এবং সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের কাছ থেকে সর্বোচ্চ ১৩৪ বিলিয়ন ডলার আদায়ের দাবি জানিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে দাখিল করা নথিতে তিনি দাবি করেন, প্রতিষ্ঠান দুটির বর্তমান আর্থিক সাফল্যের পেছনে তাঁর প্রাথমিক অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যার ন্যায্য প্রতিদান তিনি পাননি।
শুক্রবার আদালতে জমা দেওয়া নথিতে মাস্ক বলেন, ওপেনএআই প্রতিষ্ঠার শুরুর দিকে তাঁর আর্থিক সহায়তা, কৌশলগত দিকনির্দেশনা এবং সুনাম ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ মূল্য বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, ওপেনএআই তাঁর অবদান থেকে প্রায় ৬৫ থেকে ১০৯ বিলিয়ন ডলার পর্যন্ত সুবিধা অর্জন করেছে। একইভাবে মাইক্রোসফটও প্রায় ১৩ থেকে ২৫ বিলিয়ন ডলারের লাভবান হয়েছে।
মাস্কের প্রধান আইনজীবী স্টিভেন মলো এক বিবৃতিতে বলেন, ইলন মাস্কের অবদান ছাড়া ওপেনএআই বর্তমান অবস্থানে পৌঁছাতে পারত না। তিনি শুধু অর্থই দেননি, বরং ব্যবসা সম্প্রসারণে নিজের অভিজ্ঞতা ও পরিচিতির নেটওয়ার্ক ব্যবহার করে প্রতিষ্ঠানটিকে দাঁড় করিয়েছেন।
তবে ওপেনএআই মাস্কের দাবিকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, এটি মূলত মাস্কের হয়রানিমূলক আইনি কৌশলের অংশ। অন্যদিকে মাইক্রোসফট এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
এর আগে ওপেনএআই ও মাইক্রোসফট পৃথক আইনি আবেদনে মাস্কের ক্ষতিপূরণ দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করে। তারা দাবি করে, মাস্ক যে আর্থিক বিশ্লেষণের কথা বলছেন, তা যাচাইযোগ্য নয় এবং আদালতকে বিভ্রান্ত করতে পারে।
উল্লেখ্য, ইলন মাস্ক ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠায় সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত ছিলেন। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ছাড়ার পর তিনি প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান xAI গড়ে তোলেন, যার চ্যাটবট ‘গ্রোক’। মাস্কের অভিযোগ, ওপেনএআই পরবর্তীতে তাদের অলাভজনক মূল আদর্শ থেকে সরে গিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে, যা প্রতিষ্ঠার সময়ের উদ্দেশ্যের পরিপন্থী।
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে অবস্থিত একটি আদালত সম্প্রতি রায় দিয়েছেন, এই মামলার বিচার জুরির মাধ্যমে অনুষ্ঠিত হবে। আগামী এপ্রিল মাসে বিচার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আদালতে দাখিল করা নথিতে আরও বলা হয়, মাস্ক ওপেনএআইয়ের প্রাথমিক তহবিলের প্রায় ৬০ শতাংশ অর্থাৎ প্রায় ৩৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন। পাশাপাশি তিনি দক্ষ জনবল নিয়োগ, ব্যবসায়িক যোগাযোগ স্থাপন এবং প্রকল্পটির বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখেন।
মাস্কের পক্ষে নিযুক্ত আর্থিক বিশেষজ্ঞ সি. পল ওয়াজান তাঁর অবদানের আর্থিক মূল্য নির্ধারণ করেছেন বলে জানানো হয়। মামলায় মাস্ক শাস্তিমূলক ক্ষতিপূরণ ও প্রয়োজনে আদালতের নিষেধাজ্ঞাও চাইতে পারেন।
অন্যদিকে ওপেনএআই ও মাইক্রোসফট আদালতকে অনুরোধ জানিয়েছে, মাস্কের আর্থিক বিশেষজ্ঞের বিশ্লেষণ জুরির সামনে উপস্থাপন সীমিত করার জন্য। তাদের দাবি, এই বিশ্লেষণ অবাস্তব এবং অলাভজনক প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ আদায়ের নজিরবিহীন চেষ্টা।
সাবরিনা রিমি/










