এখনো প্লে-অফে খেলার স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস

চলমান বিপিএলে সময়টা ভালো যাচ্ছে না ঢাকা ক্যাপিটালসের। টানা হারের বৃত্তে থাকায় টুর্নামেন্টের শেষ চারে খেলা নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। তবে খাদের কিনারে দাঁড়িয়ে থাকা দলটি এখন ঘরের মাঠ মিরপুরকেই নিজেদের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছে। আজ (শনিবার) গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে নিজেদের ‘হোম গ্রাউন্ড’ হিসেবে দেখছেন ঢাকার তরুণ ক্রিকেটার আব্দুল্লাহ আল মামুন। ম্যাচের আগের দিন অনুশীলনে তিনি বলেন, “অবশ্যই এটা আমাদের হোম গ্রাউন্ড। যেহেতু আমরা ঢাকার দল, এখানে আমাদের অনেক সমর্থক আসবে। গ্যালারির সমর্থন আমাদের জন্য বড় অনুপ্রেরণা হবে।”

প্লে-অফে যাওয়ার পথটি ঢাকার জন্য বেশ কঠিন। শেষ চারে জায়গা পেতে হলে ঢাকাকে তাদের বাকি দুটি ম্যাচেই জয় পেতে হবে। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে রংপুরের হারের দিকেও। অন্যদিকে, রংপুর রাইডার্স আর মাত্র একটি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত করে ফেলবে।

এমন কঠিন সমীকরণ সত্ত্বেও হাল ছাড়ছেন না মামুন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আলহামদুলিল্লাহ, এখনো আমাদের আশা আছে। দুইটা ম্যাচ জিততে পারলে এবং অপর দল হারলে আমাদের সুযোগ আসবে। আমাদের প্রস্তুতি খুব ভালো। আমরা আপাতত কালকের (আজকের) ম্যাচ নিয়েই ভাবছি।”

ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যাটিংয়ের শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপে পুড়ছেন মামুন। অনুশীলনে এই ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, “আমি ভালো শুরু করছি কিন্তু কোনো কারণে বড় ইনিংস হচ্ছে না। আমি সমস্যা খুঁজে বের করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ, এবার সেট হতে পারলে ইনিংস লম্বা করার চেষ্টা করব।”

মাঝখানে বিপিএল স্থগিত থাকার পর পুনরায় খেলা শুরু হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন ক্রিকেটাররা। মামুন বলেন, “আমরা খেলোয়াড়, আমরা সবসময়ই খেলতে চাই। আবার বিপিএল শুরু হয়েছে এটা আমাদের সবার জন্যই ভালো। সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছে।”

আজকের ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে ঢাকা কি পারবে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে, নাকি রংপুর জয় দিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করবে—এখন সেটিই দেখার অপেক্ষা।

-এম. এইচ. মামুন