দেম্বেলের জোড়া গোলে শীর্ষে পিএসজি

দলবদলের গুঞ্জন আর মাঠের বাইরের নানা আলোচনাকে পায়ের জাদুতে স্তব্ধ করে দিলেন উসমান দেম্বেলে। এই ফরাসি ফরোয়ার্ডের অসাধারণ জোড়া গোলে দুই ম্যাচের জয়খরা কাটিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার রাতে ঘরের মাঠে লিলকে ৩-০ গোলে হারিয়ে ফরাসি লিগ ওয়ানের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সম্প্রতি ফরাসি গণমাধ্যমে খবর চাউর হয়েছিল যে, ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে ক্লাবের নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। পিএসজি কোচ লুইস এনরিকে একে ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিলেও দেম্বেলের মনোযোগ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে মাঠের পারফরম্যান্সে দেম্বেলে প্রমাণ করলেন, তার ফোকাস এখনো প্যারিসেই।

ম্যাচের ১২তম মিনিটেই গোলের খাতা খোলেন দেম্বেলে। ২০ মিটার দূর থেকে নেওয়া তার বুলেট গতির শট লিলের গোলকিপারকে কোনো সুযোগই দেয়নি। তবে ম্যাচের আসল সৌন্দর্য দেখা যায় দ্বিতীয় অর্ধের ১৮ মিনিটে। চারজন ডিফেন্ডারকে সামনে রেখে অবিশ্বাস্য দক্ষতায় জায়গা বের করে বল জালে জড়ান তিনি। ক্রসবারের ঠিক নিচ দিয়ে বল যখন জালে জড়ায়, প্রতিপক্ষ গোলকিপার বার্কে ওজার কেবল তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি। পিএসজির হয়ে শেষ ৫ ম্যাচে এটি দেম্বেলের চতুর্থ গোল। অথচ এর আগের ৮ ম্যাচে তিনি জালের দেখা পাননি।

পিএসজি: ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে।

লেন্স: ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে (এক ম্যাচ কম খেলেছে)।

লিল: ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।

এই জয়ে লেন্সের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে লিগ টেবিলের চূড়ায় বসলো লুইস এনরিকের শিষ্যরা। দেম্বেলের জোড়া গোলের পর যোগ করা সময়ে (ইনজুরি টাইম) দলের হয়ে তৃতীয় গোলটি করেন বদলি হিসেবে নামা ব্রাডলি বার্কোলা। নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে ফরাসি কাপে হেরে যখন পিএসজি কিছুটা চাপে ছিল, ঠিক তখনই এই দাপুটে জয় সমর্থকদের মুখে হাসি ফিরিয়েছে।

-এম. এইচ. মামুন