সাফ ফুটসাল: মালদ্বীপের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

থাইল্যান্ডে চলমান সাফ পুরুষ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আজ বুধবার (১৪ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমার্ধেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ
থাইল্যান্ডের নন্থাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই ৪-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল হজম করে তারা। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি কে করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চ্যাম্পিয়নশিপের লড়াই
সাত দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে মুখোমুখি হবে। সাত রাউন্ড শেষে টেবিলের শীর্ষে থাকা দলটি প্রথমবারের মতো সাফ পুরুষ ফুটসাল চ্যাম্পিয়নের মুকুট পরবে।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছিল। অন্যদিকে, মালদ্বীপ তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল।

বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো ভুটান (১৮ জানুয়ারি), শ্রীলঙ্কা (২০ জানুয়ারি), পাকিস্তান (২২ জানুয়ারি) এবং নেপালের (২৪ জানুয়ারি) বিপক্ষে।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক