সাফ ফুটসালে পাকিস্তানের কাছে হেরে বিদায় রাহবারদের

ম্যাচের ১৫ মিনিটে চারজনের দলে পরিণত হয় পাকিস্তান। প্রতিপক্ষের একজন কম থাকার সুযোগটা নিতে পারেনি বাংলাদেশ। উল্টো দুই মিনিট পর গোল হজম করে। একটু পর ব্যবধান দ্বিগুণ করে পাকিস্তান। বিরতির পর এক গোল পরিশোধ করে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগালেও পেরে ওঠেনি লাল-সবুজের দলটি। সাফ ফুটসালে পাকিস্তানের কাছে ৫-১ গোলের পরাজয়ে শিরোপা রেস থেকে ছিটকে গেলেন রাহবার-মঈনরা।

পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট সাঈদ খোদারাহমির দলের। রাউন্ড রবিন লিগের প্রতিযোগিতায় নিজেদের শেষ ম্যাচে আগামীকাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা দৌড়ে এগিয়ে থাকা মালদ্বীপের পয়েন্ট ৪ ম্যাচে ১২। আর পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচের পাঁচ মিনিটে এগিয়ে যায় পাকিস্তান। কর্নারে হামজাকে বল দিয়ে সার্কেলের দিকে ছুটে যান আলি আঘা। ফিরতি ব্যাক পাস নিখুঁত শটে জালে জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে বাংলাদেশ দ্বিতীয় গোল হজম করে কাজী ইব্রাহিম আহমেদের হাস্যকর ভুলে।
নিজেদের সার্কেলের মধ্যে তালগোল পাকিয়ে তিনি বল হারান জাইদ উল্লাহ খানের কাছে। গোলমুখ থেকে টোকায় অনায়াসে জাল খুঁজে নেন জাইদ। ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে ম্যাচে ফেরা গোলের দেখা পায় বাংলাদেশ। তাজওয়ার বিন কাশেমের ছোট পাস ঝাঁপিয়ে পড়া গোলকিপারের পাশ দিয়ে জালে জড়িয়ে দেন ফায়েদ আজম।

এরপর বাংলাদেশের জালে তিনবার বল জড়ায় পাকিস্তান। সালার আহমেদ খান, জাইদ ও আলি আঘার গোলে আশা শেষ হয়ে যায় বাংলাদেশের।

-সাইমুন